মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা বিএনপির কমিটিকে বিলুপ্ত করে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার (২ ফেব্রুয়ারি) দেশের আরও ৮টি জেলার সাথে মানিকগঞ্জ জেলায় আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
৭ সদস্যের ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন আফরোজা খান রিতা, প্রথম সদস্য এসএ কবির জিন্নাহ, দ্বিতীয় সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, তৃতীয় সদস্য আতাউর রহমান আতা, চতুর্থ সদস্য অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, পঞ্চম সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, ষষ্ঠ সদস্য গোলাম আবেদিন কায়সার।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা পর দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন প্রান্তে আনন্দ মিছিল করেন।