ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার পেলেন অসীম দত্ত ও মহীউজজামান

  • আপডেট সময় : ০৮:৫৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রবীন্দ্র সাহিত্যের গবেষণা এবং রবীন্দ্রসংগীত চর্চায় বিশেষ অবদান রাখায় বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার ২০২৫’ পেয়েছেন বিশিষ্ট গবেষক ড. অসীম দত্ত ও প্রখ্যাত সংগীতশিল্পী এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না। বুধবার (৭ মে) দুপুরে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রতিবছরই বাংলা একাডেমি এ পুরস্কার দিয়ে থাকে। সাহিত্য, সংগীত ও সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়। সে অনুযায়ী এবার রবীন্দ্রসাহিত্যের গবেষণায় ড. অসীম দত্ত এবং রবীন্দ্রসংগীতচর্চায় শিল্পী এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না পুরস্কার পাচ্ছেন।

৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলা একাডেমির আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে প্রত্যেকে পাবেন এক লাখ টাকার চেক, সম্মাননাপত্র এবং ক্রেস্ট। এ ছাড়া এ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। একক বক্তৃতা দেবেন গবেষক ও সাহিত্য সমালোচক অধ্যাপক সৈয়দ আজিজুল হক। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার পেলেন অসীম দত্ত ও মহীউজজামান

আপডেট সময় : ০৮:৫৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রবীন্দ্র সাহিত্যের গবেষণা এবং রবীন্দ্রসংগীত চর্চায় বিশেষ অবদান রাখায় বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার ২০২৫’ পেয়েছেন বিশিষ্ট গবেষক ড. অসীম দত্ত ও প্রখ্যাত সংগীতশিল্পী এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না। বুধবার (৭ মে) দুপুরে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রতিবছরই বাংলা একাডেমি এ পুরস্কার দিয়ে থাকে। সাহিত্য, সংগীত ও সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়। সে অনুযায়ী এবার রবীন্দ্রসাহিত্যের গবেষণায় ড. অসীম দত্ত এবং রবীন্দ্রসংগীতচর্চায় শিল্পী এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না পুরস্কার পাচ্ছেন।

৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলা একাডেমির আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে প্রত্যেকে পাবেন এক লাখ টাকার চেক, সম্মাননাপত্র এবং ক্রেস্ট। এ ছাড়া এ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। একক বক্তৃতা দেবেন গবেষক ও সাহিত্য সমালোচক অধ্যাপক সৈয়দ আজিজুল হক। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

আজকের প্রত্যাশা/কেএমএএ