প্রযুক্তি ডেস্ক: ১৫ বছরের নিচের শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক।
গত শুক্রবার (৭ নভেম্বর) দেশটির সরকার বলেছে, ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করবে তারা। তবে মা-বাবা বা অভিভাবকরা চাইলে ১৩ বছর বা তার বেশি বয়সী শিশুদের কিছু নির্দিষ্ট প্ল্যাটফর্ম ব্যবহারের অনুমতি দিতে পারবেন।
গত মাসে পার্লামেন্টের উদ্বোধনী ভাষণে শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসব প্লাটফর্ম ব্যবহারে তাদের ওপর সীমাবদ্ধতা আরোপের আহ্বান জানিয়েছিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। সেই আহ্বানেরই ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
ডিজিটাইজেশন মন্ত্রী ক্যারোলিন স্টেজ ওলসন বলেছেন, এসব প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের শিশুদের সময়, শৈশব ও মানসিক সুস্থতা কেড়ে নিচ্ছে। আর আমরা এখন সেটির অবসান ঘটাতে যাচ্ছি। পার্লামেন্টের বেশিরভাগ দল আনুষ্ঠানিক ভোটের আগেই বলেছে, সরকারের এ পরিকল্পনাকে সমর্থন করবে তারা।
সরকার বলেছে, ডেনমার্কে শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে স্ন্যাপচ্যাট, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটক। এ বছরের ফেব্রুয়ারিতে ডেনমার্কের প্রতিযোগিতা ও ভোক্তা কর্তৃপক্ষের এক বিশ্লেষণ অনুসারে, নর্ডিক দেশের টিনএজাররা প্রতিদিন গড়ে ২ ঘণ্টা ৪০ মিনিট সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটায়। ডেনমার্ক অস্ট্রেলিয়ার পথই অনুসরণ করছে। কারণ গত বছর ১৬ বছরের নিচের শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল অস্ট্রেলিয়া।
সানা/ওআ/আপ্র/০৯/১১/২০২৫





















