ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নভেম্বর-ডিসেম্বরই নিয়ে আসে উপযুক্ত প্রেমের বারতা

  • আপডেট সময় : ০৬:৫৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: নভেম্বর-ডিসেম্বর যে শুধু শীত নিয়ে আসে, তা নয়। এ সময় নিয়ে আসে শহরজুড়ে প্রেমের বারতা। এ যেন প্রেমের মৌসুম। পুরো নভেম্বর-ডিসেম্বরই থাকে নাট্যোৎসব, কবিতা উৎসব, চলচ্চিত্র উৎসব, পিকনিকসহ এখানে-সেখানে দলবেঁধে বেড়াতে যাওয়ার দারুণ সব সুযোগ।

নভেম্বর-ডিসেম্বর যেন প্রেমের মৌসুম। পুরো ডিসেম্বরেই থাকে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান আর দলবেঁধে বেড়াতে যাওয়ার দারুণ সব সুযোগ

কোথাও দুপুরের কব্জি ডুবিয়ে খাওয়া তো কোথাও সন্ধ্যাভোজের বারবিকিউ আয়োজন। থাকে আড্ডা, গান আরো কত কী। ফলে অনেক বেশি সংখ্যায় নতুন মানুষের সঙ্গে মেলামেশা করার অবকাশ তৈরি হয় এই ডিসেম্বরে। তাই তো বাঙালির শীতকাল বড় প্রিয়। শীত আসলেই মন নস্টালজিক হয়ে পড়ে। ভিড় করে আসে অসংখ্য স্মৃতি। আবার কারো পৌষ মাস হলেও অনেকের কাছে সর্বনাশা এই শীত।

শীত এলেই দ্রুত প্রেমে পড়ে বাঙালি: কারণটা তো বলাই আছে। শীত এলেই টপাটপ প্রেমে পড়ে বাঙালি। এই সময়টায় সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান বেশি হয়। আবার অনেক বিয়েবাড়িও থাকে। সেসব বিয়েতে আবার অনেকের হিল্লেও হয়ে যায়।

শীতের দিন মানেই নিজেকে খুঁজে পাওয়া। সকালের রোদ গায়ে মেখে ব্রেকফাস্টে খেজুরের রস, নানা স্বাদের পিঠা থেকে শুরু করে দুপুরে ভাতের সঙ্গে ফুলকপি, ধনেপাতা দেওয়া মাছের নতুন মেন্যুতে জিভে পানি ঠেকানোটাই দায় হয়ে পরে। তাই শীতে জীবনকে উপভোগ করুন, নিজেকে ভালেবাসুন। তবেই না নতুন করে আবার প্রেম খুঁজে পাবেন অন্য কারো চোখে।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নভেম্বর-ডিসেম্বরই নিয়ে আসে উপযুক্ত প্রেমের বারতা

আপডেট সময় : ০৬:৫৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

লাইফস্টাইল ডেস্ক: নভেম্বর-ডিসেম্বর যে শুধু শীত নিয়ে আসে, তা নয়। এ সময় নিয়ে আসে শহরজুড়ে প্রেমের বারতা। এ যেন প্রেমের মৌসুম। পুরো নভেম্বর-ডিসেম্বরই থাকে নাট্যোৎসব, কবিতা উৎসব, চলচ্চিত্র উৎসব, পিকনিকসহ এখানে-সেখানে দলবেঁধে বেড়াতে যাওয়ার দারুণ সব সুযোগ।

নভেম্বর-ডিসেম্বর যেন প্রেমের মৌসুম। পুরো ডিসেম্বরেই থাকে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান আর দলবেঁধে বেড়াতে যাওয়ার দারুণ সব সুযোগ

কোথাও দুপুরের কব্জি ডুবিয়ে খাওয়া তো কোথাও সন্ধ্যাভোজের বারবিকিউ আয়োজন। থাকে আড্ডা, গান আরো কত কী। ফলে অনেক বেশি সংখ্যায় নতুন মানুষের সঙ্গে মেলামেশা করার অবকাশ তৈরি হয় এই ডিসেম্বরে। তাই তো বাঙালির শীতকাল বড় প্রিয়। শীত আসলেই মন নস্টালজিক হয়ে পড়ে। ভিড় করে আসে অসংখ্য স্মৃতি। আবার কারো পৌষ মাস হলেও অনেকের কাছে সর্বনাশা এই শীত।

শীত এলেই দ্রুত প্রেমে পড়ে বাঙালি: কারণটা তো বলাই আছে। শীত এলেই টপাটপ প্রেমে পড়ে বাঙালি। এই সময়টায় সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান বেশি হয়। আবার অনেক বিয়েবাড়িও থাকে। সেসব বিয়েতে আবার অনেকের হিল্লেও হয়ে যায়।

শীতের দিন মানেই নিজেকে খুঁজে পাওয়া। সকালের রোদ গায়ে মেখে ব্রেকফাস্টে খেজুরের রস, নানা স্বাদের পিঠা থেকে শুরু করে দুপুরে ভাতের সঙ্গে ফুলকপি, ধনেপাতা দেওয়া মাছের নতুন মেন্যুতে জিভে পানি ঠেকানোটাই দায় হয়ে পরে। তাই শীতে জীবনকে উপভোগ করুন, নিজেকে ভালেবাসুন। তবেই না নতুন করে আবার প্রেম খুঁজে পাবেন অন্য কারো চোখে।

আজকের প্রত্যাশা/কেএমএএ