ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ডায়াবেটিক সমিতির মাঠ প্রাঙ্গণে সভাটি অনুষ্ঠিত হয়।
বিদায়ী সভাপতি মীর নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমান। এজাড়া প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আমির আবু বকর মো. আলী আজম। এ সময় মূল বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু।
সভায় বক্তব্য রাখেন তিন বছর মেয়াদি নবনির্বাচিত কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি জাহিদুজ্জামান মনা ও আক্তারুজ্জামান, ইসলাম উদ্দীন, আনিছুর রহমান খোকা, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, আসিফ ইকবাল মাখন প্রমুখ। এটি সঞ্চালনা করেন কামারুজ্জামান কামাল।
নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু বলেন, আমরা নির্বাচনের সময় একটি ইশতেহার ঘোষণা করেছিলাম। আমাদের যারা নির্বাচিত করেছেন তাদের ধন্যবাদ জানাই। একই সাথে আমাদের নির্বাচনী ইশতেহার পুরোপুরি বাস্তবায়নের চেষ্টা করে যাবো। তিনি বলেনÑ শতভাগ দুর্নীতি, বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত, চিকিৎসার মান উন্নয়নের মাধ্যমে ঝিনাইদহকে উন্নতির শিখরে পৌঁছে দেবো।
সভায় প্রস্তাবিত বাজেট ও অডিট রিপোর্ট উপস্থাপন করেন হাফিজুর রহমান।