নিজস্ব প্রতিবেদক : সরকার পুরো দেশকে হীরক রাজার দেশের মতো নির্যাতনের কারখানা বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে নির্দলীয় সরকার ও নির্দলীয় নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে হবে।
গতকাল বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রবূমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারকে দায়ী করে ফখরুল বলেন, লুটপাট থেকে সরকার ভাগ পায়। তাদের লোকজন সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়াচ্ছে। এজন্য দাম কমাতে পারবে না। ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পরিকল্পিতভাবে লুটপাট করছে দেশের সম্পদ। এরপর তা বিদেশে পাঠাচ্ছে। যা নিয়ে সারাবিশ্বে তুলকালাম হচ্ছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, হাবিব উন নবী খান সোহেল, সরাফত আলী সফু, আজীজুল বারী হেলাল, আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।
সারাদেশ এখন নির্যাতনের কারখানা: ফখরুল
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ