নারায়ণগঞ্জ সংবাদদাতা: বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, “আমরা কোনো ধরনের হুমকির মুখে নাই। আমাদের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মুখে নাই। আপনারা আমরা সবাই একসঙ্গে হয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের প্রতিবাদ করবো।” গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ‘আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪’ অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা। বাংলাদেশ-ভারত সম্পর্ক কোনো উদ্বেগজনক পরিস্থিতিতে নেই বলে মন্তব্য করে জাহাঙ্গীর আলম বলেন, “ওরা (ভারত) বাকযুদ্ধ করে যাচ্ছে। আমরা সত্য ঘটনা প্রকাশের মাধ্যমে, এর প্রতিবাদ করে যাব। এই মিথ্যা তথ্য ছড়ানোর জন্য তখন তাদের মুখেই চুনকালি পড়বে। বিশ্ব মিডিয়া এসব গ্রহণ করবে না।” ভারত-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সীমান্তে কোনো উত্তেজনা নেই। সীমান্ত পরিস্থিতি অন্য সময়ের মতোই একই অবস্থায় আছে। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে।” তিনি বাংলাদেশের গণমাধ্যমগুলোকে ‘সত্য প্রকাশের’ করে ভারতীয় সংবাদমাধ্যমের অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান জানান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বিষয়ে মন্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমার মনে হয়, ওনার দেশেই শান্তিরক্ষী বাহিনী এখন প্রয়োজন। ওই জন্যই উনি বলছে, ওনার দেশের জায়গায় আমাদের দেশের নাম বলেছেন। ওনার দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে।” সরকার যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে তার মাধ্যমে দেশের সামগ্রিক পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “একটি দুর্যোগ পরবর্তী সময়ে আগের অবস্থায় ফিরে আসতে সময় দিতে হয়। সঙ্গে সঙ্গে আগের অবস্থায় ফিরে আসে না। কিছু সময় দিতে হয়। ৫ অগাস্টের যে পরিস্থিতি তৈরি হলো, এখন তো তার চেয়ে উন্নতি হয়েছে।’ “আমরা যখন সবাই একসঙ্গে হবো, সেটার অবশ্যই একটি ইতিবাচক প্রভাব পড়বে। কোনো সমস্যায় আমরা সবাই একসঙ্গে কাজ করবো, এক সঙ্গে অন্যায়ের প্রতিবাদ করবো। এটা তো খুবই ভালো দিক।” এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম বলেন, “দেশে বর্তমানে ফায়ার সার্ভিসের সেচ্ছা সেবকের সংখ্যা ৫৫ হাজার। ভবিষ্যতে এর সংখ্যা ৬২ হাজারে উন্নীত করা হবে। প্রতিবছরই আমরা স্বেচ্ছাসেবক সংখ্যা বাড়াবো। “সকল দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবকেরা সর্বদা তৎপর থাকে। দেশ ও জাতির স্বার্থে ফায়ার সার্ভিসকে সবসময় প্রস্তুত আছে।” ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
আজকের প্রত্যাশা/কেএমএএ