গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

মেনু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৬ ডিনকে অপসারণ

জেলা প্রতিনিধি, রাজশাহী

জেলা প্রতিনিধি, রাজশাহী

প্রকাশিত: ১৭:৪৫ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:৩৭ এএম ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৬ ডিনকে অপসারণ
ছবি

ফাইল ছবি

একদল শিক্ষার্থীর আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের আওয়ামীপন্থী ছয় ডিনকে অপসারণ করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব সোমবার সকালে এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন। ওই ছয় ডিনের রুটিন দায়িত্ব উপাচার্য ও তার প্রতিনিধি হিসেবে দুজন উপ-উপাচার্য পালন করবেন বলে জানানো হয়।


 সোমবার ২২ ডিসেম্বর দুপুরে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসউদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে আমাদের সম্মানিত ছয় জন ডিন লিখিতভাবে অপারগতা প্রকাশ করেছেন। উপাচার্য এটি গ্রহণ করা মাত্রই বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ভিসির ওপর দায়িত্ব চলে আসে। পরে উপাচার্য সিদ্ধান্ত নিয়েছেন, তিনি ও দুই উপ-উপাচার্য মিলে এই দায়িত্ব ভাগ করে নেবেন।’


কে, কোন অনুষদের দায়িত্ব পালন করবেন—জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, ‘বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ সরাসরি ভাইস-চ্যান্সেলর দেখবেন। তার প্রতিনিধি হিসেবে অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সামাজিক বিজ্ঞান ও ভূবিজ্ঞান অনুষদের রুটিন দায়িত্ব পালন করবেন অধ্যাপক ফরিদ উদ্দিন।’


অপসারণ করা ছয় জন ডিন হলেন- আইন অনুষদের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক এ এস এম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এস এম এক্রাম উল্ল্যাহ, ভূবিজ্ঞান অনুষদের এ এইচ এম সেলিম রেজা, প্রকৌশল অনুষদের ডিন বিমল কুমার প্রামাণিক ও বিজ্ঞান অনুষদের ডিন নাসিমা আখতার।


আওয়ামী লীগের আমলে দায়িত্ব পাওয়া ডিনদের নির্ধারিত মেয়াদ শেষ হয় ১৭ ডিসেম্বর। এর মধ্যে প্রশাসন তাদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আন্দোলন শুরু হয়। রোববার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় ডিনের সবার পদত্যাগের দাবিতে উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ প্রশাসন ভবনের সব দফতরের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন একদল শিক্ষার্থী।


বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। সেখানে ডিনদের অপসারণের বিষয়ে আশ্বাস দেওয়া হলে বিকাল সাড়ে ৪টায় কার্যালয়গুলোর তালা খুলে দেওয়া হয়। পরে এ বিষয়ে সন্ধ্যায় ডিনদের সঙ্গে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভায় সব ডিন রুটিন দায়িত্ব পালনে অপরাগতা জানিয়ে পৃথকভাবে আবেদনপত্র দিয়েছেন।


এর আগে সকালে ছয়টি অনুষদের ডিনদের পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। সকালে তিনি রাকসু ভবনের সামনে অবস্থান নেন। ছয় ডিনের কেউ ক্যাম্পাসে না থাকায় গণমাধ্যমকর্মীদের সামনে একে একে তাদের সবাইকে কল করেন আম্মার।


এসি/আপ্র/২২/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

প্রতাপনগরে সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে ডিসি আফরোজা আখতার
২৮ জানুয়ারি ২০২৬

প্রতাপনগরে সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে ডিসি আফরোজা আখতার

আবদুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি সাতক্ষীরা: আশাশুনির প্রতাপনগরের এপিএস কলেজ থেকে কল্যাণপুর খেয়াঘাট...

গম গাছে দানা হওয়ার আগেই পশুখাদ্য হিসেবে বিক্রি
২৮ জানুয়ারি ২০২৬

গম গাছে দানা হওয়ার আগেই পশুখাদ্য হিসেবে বিক্রি

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে গম উৎপাদনের লক্ষ্যমাত্রায় বড় ধর...

পাহাড়ে কাজ করতে গিয়ে টেকনাফ থেকে ছয় কৃষক অপহৃত
২৮ জানুয়ারি ২০২৬

পাহাড়ে কাজ করতে গিয়ে টেকনাফ থেকে ছয় কৃষক অপহৃত

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে স্থানীয় ছয়জন কৃষককে অপহরণ করা হয়েছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিক...

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর আহত
২৭ জানুয়ারি ২০২৬

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর আহত

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফের দুই কিশোর আহত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারী) বেলা স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই