কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত উন্নতি বিশ্বকে এক অজানা ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। এ নিয়ে কড়া সতর্কবার্তা দিয়ে বিশ্বকে এখনই ‘জেগে ওঠার’ আহ্বান জানিয়েছেন প্রথম সারির এআই স্টার্টআপ অ্যানথ্রপিক-এর প্রধান।
এআই উন্নয়নের এমন এক পর্যায়ে মানবজাতি প্রবেশ করছে, যা প্রজাতি হিসেবে আমরা আসলে কারা তার পরীক্ষা নেবে--এমন মন্তব্য করে অ্যানথ্রপিক প্রধান নির্বাহী দারিও আমোদেই বলেছেন, এ প্রযুক্তির বিভিন্ন ঝুঁকি নিয়ে বিশ্বের এখন জেগে ওঠার সময় এসেছে।
ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান লিখেছে, ১৯ হাজার শব্দের এক দীর্ঘ প্রবন্ধে নিজের এ শঙ্কার কথা বলেছেন জনপ্রিয় চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও আমোদেই। প্রবন্ধটির শিরোনাম ‘অ্যাডোলেসেন্স অফ টেকনোলজি’।
‘শক্তিশালী এআই’ সিস্টেমের আগমন খুব নিকটে উল্লেখ করে আমোদেই লিখেছেন, “আমার বিশ্বাস, আমরা এমন এক সন্ধিক্ষণে প্রবেশ করছি, যা একইসঙ্গে উত্তাল ও অনিবার্য। প্রজাতি হিসেবে আমাদের অস্তিত্বের পরীক্ষা নেবে এআই। মানবজাতি প্রায় অকল্পনীয় এক সক্ষমতা পেতে যাচ্ছে তবে আমাদের সামাজিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত কাঠামোগুলোর সেই ক্ষমতা সামলানোর মতো পরিপক্কতা আছে কি না– তা একেবারেই স্পষ্ট নয়। এ প্রযুক্তি উদ্যোক্তার স্টার্টআপটির বাজারমূল্য বর্তমানে প্রায় ৩৫ হাজার কোটি ডলার। তিনি বলেছেন, তার এ প্রবন্ধটি মানুষকে ‘ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তোলার’ এক প্রচেষ্টা।
আমোদেই লেখাটি এমন সময়ে প্রকাশ করলেন যখন যুক্তরাজ্য সরকার ঘোষণা করেছে, জনসেবামূলক কাজে এআই অ্যাসিস্ট্যান্ট তৈরির অংশ হিসেবে অ্যানথ্রপিকের সহায়তা নেবে তারা, যেখানে এসব চ্যাটবট চাকরিপ্রার্থীদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শ ও কর্মসংস্থান খুঁজে পেতে সাহায্য করবে।
গত সপ্তাহে নিজেদের চ্যাটবট ‘ক্লড’-এর জন্য ৮০ পৃষ্ঠার এক ‘সংবিধান’ প্রকাশ করেছে অ্যানথ্রপিক, যেখানে তাদের এআইকে কীভাবে ‘সার্বিকভাবে নিরাপদ ও নৈতিক’ করে তোলা হবে তার রূপরেখা দিয়েছে স্টার্টআপটি।
ওপেনএআইয়ের এআই চ্যাটবট চ্যাটজিপিটি যারা তৈরি করেছেন তার সাবেক কয়েকজন সহকর্মীকে নিয়ে ২০২১ সালে অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন আমোদেই। অনলাইন নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত পরিচিত মুখ তিনি। অনিয়ন্ত্রিত এআই উন্নয়নের বিপদ সম্পর্কে নিয়মিত সতর্ক করে আসছেন আমোদেই। তিনি লিখেছেন, ২০২৩ সালে এআইয়ের অস্তিত্ব রক্ষার ঝুঁকি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছিল, তবে সে তুলনায় ২০২৬ সালে এসে পৃথিবী ‘প্রকৃত বিপদের অনেক বেশি কাছাকাছি’ পৌঁছে গেছে।
মার্কিন ধনকুবের ইলন মাস্কের এআই স্টার্টআপ এক্সএআই-এর তৈরি গ্রক ব্যবহার করে যৌনতাপূর্ণ বিভিন্ন ‘ডিপফেইক’ ছবি নিয়ে তৈরি হওয়া বিতর্কের দিকেও ইঙ্গিত করেছেন আমোদেই।
গেল বড়দিন ও ইংরেজি নববর্ষের সময় ডিপফেইক ছবিতে সয়লাব হয়ে গিয়েছিল মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স। চ্যাটবটটি শিশুদের ওপর যৌন নিপীড়নমূলক কনটেন্ট তৈরি করছে বলেও সতর্কতা এসেছে।
আমোদেই লিখেছেন, কিছু এআই কোম্পানি বর্তমানে তাদের বিভিন্ন মডেলে শিশুদের যৌনকরণের বিষয়ে উদ্বেগজনক অবহেলা দেখিয়েছে। বিষয়টি আমার মনে এমন সন্দেহ তৈরিতে বাধ্য করছে যে, ভবিষ্যতে যখন এআই আরো স্বাধীনভাবে কাজের সক্ষমতা পাবে তখন সেসব ঝুঁকি ঠেকানোর মতো ইচ্ছা বা সক্ষমতা কোনোটিই এসব কোম্পানির থাকবে না।
অ্যানথ্রপিক-এর সিইও বলেছেন, এমন শক্তিশালী এআই সিস্টেম, যা নিজে থেকেই নিজের সিস্টেম তৈরি করতে পারবে তা আসতে বড়জোর এক থেকে দুই বছর সময় লাগতে পারে।
‘শক্তিশালী এআই’ সংজ্ঞায় আমোদেই বলেছেন, এ এআই মডেলটি জীববিজ্ঞান, গণিত, ইঞ্জিনিয়ারিং ও লেখালেখির মতো বিভিন্ন ক্ষেত্রে একজন নোবেল বিজয়ীর চেয়েও বেশি বুদ্ধিমান হবে, যা মানুষকে নির্দেশনা দেবে এবং মানুষের থেকেও নির্দেশনা নেবে। মডেলটি কম্পিউটারের পর্দার ভেতরে অবস্থান করলেও তা রোবট নিয়ন্ত্রণ ও নিজের ব্যবহারের জন্য নিজেই রোবটের নকশা করতে পারবে।
শক্তিশালী এআই আসতে দুই বছরের সময়সীমার চেয়ে বেশি সময় লাগতে পারে বলেও উল্লেখ করেছেন আমোদেই। অবশ্য এআইয়ের সাম্প্রতিক দ্রুত উন্নতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলে উল্লেখ করেছেন তিনি।
সানা/মেহেদী/আপ্র/২৮/০১/২০২৬