গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

মেনু

অংসান সু চি সুস্থ আছেন, ছেলের অভিযোগে জান্তার জবাব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:৩৮ এএম ২০২৬
অংসান সু চি সুস্থ আছেন, ছেলের অভিযোগে জান্তার জবাব
ছবি

ছবি সংগৃহীত

মিয়ানমারের কারাগারে বন্দী শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির স্বাস্থ্য ভালো আছে। মিয়ানমারের জান্তা পরিচালিত গণমাধ্যমে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।


এর আগে মিয়ানমারের সাবেক নেত্রী সু চির ছেলে কিম অ্যারিস মায়ের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যারিস বলেন, তাঁর মায়ের স্বাস্থ্য ভেঙে পড়ছে। তাঁর সম্পর্কে অনেক দিন ধরেই তেমন কিছু জানা যাচ্ছে না।


আশঙ্কা প্রকাশ করে কিম অ্যারিস বলেন, ‘আমার মা মারা গেলেও আমি হয়তো জানব না।’ তিনি যুক্ত করেন, ‘আমার জানামতে, তিনি (সু চি) হয়তো আর বেঁচে নেই।’


ছেলের এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার জান্তা পরিচালিত মিয়ানমার ডিজিটাল নিউজ বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়, ‘দাও অং সান সু চির স্বাস্থ্য ভালো আছে।’ বিবৃতিতে সু চির নামের আগে একটি সম্মানসূচক উপাধি ব্যবহার করে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। কিম অ্যারিসের সাক্ষাৎকারটি প্রকাশের এক দিন পর এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। তবে এতে সু চির শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।


এ বিষয়ে আরো জানতে জান্তা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও জবাব পাওয়া যায়নি। মিয়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর সু চিকে গ্রেফতার করা হয়। তখন থেকে তিনি কারাগারে আছেন।


৮০ বছর বয়সী সু চি রাষ্ট্রদ্রোহ, ঘুষ কেলেঙ্কারি, ভোট জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, সু চিকে রাজনৈতিকভাবে নির্মূল করার জন্য ষড়যন্ত্রমূলক এসব অভিযোগ আনা হয়েছে।


সানা/ওআ/আপ্র/১৭/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

দুবাইয়ের স্বর্ণজেলায় তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
২৮ জানুয়ারি ২০২৬

দুবাইয়ের স্বর্ণজেলায় তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’

দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্টে (স্বর্ণজেলায়) বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’ বা স্বর্ণের রাস্তা নির্মিত হ...

এআইয়ের ঝুঁকি দোরগোড়ায়, জেগে ওঠার সতর্কতা অ্যানথ্রপিক প্রধানের
২৮ জানুয়ারি ২০২৬

এআইয়ের ঝুঁকি দোরগোড়ায়, জেগে ওঠার সতর্কতা অ্যানথ্রপিক প্রধানের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত উন্নতি বিশ্বকে এক অজানা ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। এ নিয়ে কড়া স...

ডোনাল্ড ট্রাম্প চরম রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি
২৮ জানুয়ারি ২০২৬

ডোনাল্ড ট্রাম্প চরম রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরঙ্কুশ ও অনিয়ন্ত্রিত ক্ষমতার আকাঙক্ষা রাজনৈতিক বাস্তব...

যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হবে না ইরান
২৮ জানুয়ারি ২০২৬

যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হবে না ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে যদি এবার যুদ্ধ বাঁধে তাহলে ইরান এক মিলিমিটারও পিছপা হবে না বলে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই