গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

মেনু

গোল্ডেন গ্লোবের মঞ্চে ইতিহাস গড়লো কিশোর অভিনেতা ওয়েন কুপার

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৯ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৫১ এএম ২০২৬
গোল্ডেন গ্লোবের মঞ্চে ইতিহাস গড়লো কিশোর অভিনেতা ওয়েন কুপার
ছবি

ছবি সংগৃহীত

এমির পর এবার গোল্ডেন গ্লোবের মঞ্চ। মাত্র ১৬ বছর বয়সেই বিশ্ব বিনোদনের আলোকচ্ছটা নিজের দিকে কেড়ে নিলেন কিশোর অভিনেতা ওয়েন কুপার। জনপ্রিয় সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা সহ-অভিনেতার (টেলিভিশন) পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন তিনি।

লস অ্যাঞ্জেলেসে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে সঞ্চালক নিকি গ্লেজারের উপস্থিতিতে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। সেখানে টেলিভিশনের ইতিহাসে সর্বকনিষ্ঠ সহ-অভিনেতা হিসেবে পুরস্কার গ্রহণ করে নজির গড়েন এই জেন-জি তারকা।

যদিও সার্বিকভাবে গোল্ডেন গ্লোবের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ অভিনেতা; এর আগে ১৯৮০ সালে মাত্র ৯ বছর বয়সে ‘দ্য চ্যাম্প’ সিনেমার জন্য রিকি শ্রোডার পুরস্কার জিতে রেকর্ড গড়েছিলেন। তবে সহ-অভিনেতার ক্যাটাগরিতে আওয়েনই এখন বিশ্বের কনিষ্ঠতম বিজয়ী।

পুরস্কার হাতে আবেগাপ্লুত ওয়েন কুপার মঞ্চেই স্মরণ করেন তার ফেলে আসা দিনগুলোর কথা। দর্শক ও বিচারকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এখানে দাঁড়িয়ে থাকাটা আমার কাছে এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে। আমি ও আমার পরিবার এক দীর্ঘ ও রোমাঞ্চকর পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। যারা আমাদের এই যাত্রায় পাশে ছিলেন, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।’

নিজের অভিনয় জীবনের শুরুর দিকের একটি মজার অভিজ্ঞতার স্মৃতিচারণ করে এই কিশোর অভিনেতা বলেন, ‘স্কুলের ড্রামা ক্লাসে আমিই ছিলাম একমাত্র ছেলে। বিষয়টি তখন বেশ বিব্রতকর মনে হতো আমার কাছে। কিন্তু আজ সেই সহকর্মীদের কাছ থেকেই আমি প্রতিনিয়ত শিখছি।’

নেটফ্লিক্সের আলোচিত লিমিটেড সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ ‘জেমি মিলার’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন ওয়েন। সিরিজটি কেবল আওয়েনকে পুরস্কারই এনে দেয়নি, সেরা লিমিটেড সিরিজ হিসেবেও গোল্ডেন গ্লোব জয় করেছে। এর আগে এই একই চরিত্রের জন্য ৭৭তম এমি অ্যাওয়ার্ডসও নিজের ঝুলিতে ভরেছিলেন তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনায় এই তরুণ তুর্কি ইতোমধ্যেই ‘ফিল্ম ক্লাব’ (২০২৫) এবং ‘উদারিং হাইটস’ (২০২৬)-এর মতো বড় প্রজেক্টে কাজ শুরু করেছেন। একের পর এক সাফল্যে আওয়েন কুপার এখন বিশ্বজুড়ে কিশোর অভিনেতা ও তরুণ প্রজন্মের কাছে এক অনন্য অনুপ্রেরণার নাম।

এসি/আপ্র/১২/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রেম ছাড়াও নানা ধরনের সম্পর্ক হতে পারে: ভাবনা
২৫ জানুয়ারি ২০২৬

প্রেম ছাড়াও নানা ধরনের সম্পর্ক হতে পারে: ভাবনা

প্রেম, সম্পর্ক আর ব্যক্তিগত জীবন—এই তিনটি বিষয় নিয়েই প্রায়ই নানা জল্পনা তৈরি হয় তারকাদের ঘিরে। তবে এ...

চিত্রনায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস আর নেই
২১ জানুয়ারি ২০২৬

চিত্রনায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস আর নেই

বাংলাদেশি চলচ্চিত্রের সোনালী দিনের কিংবদন্তি চিত্রনায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদের মারা গেছেন। আজ...

আবারো মা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন বুবলী
১৯ জানুয়ারি ২০২৬

আবারো মা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন বুবলী

ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী আবারো মা হওয়ার গুঞ্জনকে কেন্দ্র করে আলোচনায় রয়েছেন। প্রথম সন্তানের জন্...

পাগলবেশে রাস্তায় ঘুরছেন জনপ্রিয় অভিনেত্রী!
১৮ জানুয়ারি ২০২৬

পাগলবেশে রাস্তায় ঘুরছেন জনপ্রিয় অভিনেত্রী!

উস্কোখুস্কো চুল, পরনে নোংরা পোশাক, মুখে অদ্ভুত কালচে মেকআপ রাস্তায় দাঁড়িয়ে থাকা নারীকে দেখে অনেকেই ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই