গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

মেনু

পাগলবেশে রাস্তায় ঘুরছেন জনপ্রিয় অভিনেত্রী!

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২০ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৩৬ এএম ২০২৬
পাগলবেশে রাস্তায় ঘুরছেন জনপ্রিয় অভিনেত্রী!
ছবি

ছবি সংগৃহীত

উস্কোখুস্কো চুল, পরনে নোংরা পোশাক, মুখে অদ্ভুত কালচে মেকআপ রাস্তায় দাঁড়িয়ে থাকা নারীকে দেখে অনেকেই মানসিক ভারসাম্যহীন ভেবে পাশ কাটিয়ে যাবেন। কিন্তু ভিডিওটি একটু ভালো করে দেখলেই চমক। কারণ, এই ‘ভবঘুরে নারী’র চরিত্রে যিনি ধরা দিয়েছেন, তিনি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শুরু হয় আলোচনা। ভিডিওতে হঠাৎ করেই হাজির হন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সেখানেই ধীরে ধীরে পরিষ্কার হয় রহস্য এই অচেনা, অদ্ভুত লুকের নারী আসলে কেয়া পায়েলই।

অভিনয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও কেয়া পায়েল যে চরিত্রে চরিত্রে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তুলতে পারেন, সেটিই আবারো প্রমাণ করলেন তিনি। ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন এক নারীর চরিত্রে তার এই রূপান্তর ইতোমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে।

ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল উচ্চস্বরে অভিযোগ করছেন কেউ নাকি তাকে বল ছুড়ে মেরেছে, তিনি বিচার চান। এমন সময় মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছান জোভান। তাকে দেখেই কেয়া হঠাৎ তেড়ে যান এবং অস্বাভাবিক আচরণ শুরু করেন। ভিডিওটি শেয়ার করে মজার ছলে জোভান লেখেন, ‘ছেমরি পাগল নাকি?? আমারে কয় খাইয়া লাইবো!’

ভিডিও প্রকাশের পরপরই দর্শক ও ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই মন্তব্য করেছেন, প্রথম দেখায় কেয়া পায়েলকে চিনতেই পারেননি। কেউ লিখেছেন, ‘বাপরে বাপ, কী ভয়ংকর অভিনয়!’ আবার কেউ প্রশংসা করেছেন মেকআপ ও চরিত্রের বাস্তবতায়, ‘একদম পারফেক্ট লুক।’

জানা গেছে, এই ভাইরাল ভিডিওটি মূলত একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য। যদিও নাটকটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। নাটকটিতে কেয়া পায়েলের সহশিল্পী হিসেবে থাকছেন ফারহান আহমেদ জোভান। এর আগেও এই জুটি একাধিক নাটকে একসঙ্গে কাজ করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

সব মিলিয়ে, কেয়া পায়েলের এই ‘পাগলবেশ’ শুধু চমক নয়, বরং তার অভিনয় সাহস ও চরিত্রে ডুবে যাওয়ার ক্ষমতার আরেকটি শক্ত প্রমাণ হিসেবেই দেখছেন দর্শকরা।

এসি/আপ্র/১৮/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রেম ছাড়াও নানা ধরনের সম্পর্ক হতে পারে: ভাবনা
২৫ জানুয়ারি ২০২৬

প্রেম ছাড়াও নানা ধরনের সম্পর্ক হতে পারে: ভাবনা

প্রেম, সম্পর্ক আর ব্যক্তিগত জীবন—এই তিনটি বিষয় নিয়েই প্রায়ই নানা জল্পনা তৈরি হয় তারকাদের ঘিরে। তবে এ...

চিত্রনায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস আর নেই
২১ জানুয়ারি ২০২৬

চিত্রনায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস আর নেই

বাংলাদেশি চলচ্চিত্রের সোনালী দিনের কিংবদন্তি চিত্রনায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদের মারা গেছেন। আজ...

আবারো মা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন বুবলী
১৯ জানুয়ারি ২০২৬

আবারো মা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন বুবলী

ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী আবারো মা হওয়ার গুঞ্জনকে কেন্দ্র করে আলোচনায় রয়েছেন। প্রথম সন্তানের জন্...

মুসলিম ও ইহুদি মিলে হিন্দুদের রামায়ণে আছি, এটাই তো সুন্দর: এ আর রহমান
১৭ জানুয়ারি ২০২৬

মুসলিম ও ইহুদি মিলে হিন্দুদের রামায়ণে আছি, এটাই তো সুন্দর: এ আর রহমান

মুসলিম ধর্মাবলম্বী হয়েও রামায়ণের মতো একটি হিন্দু মহাকাব্যভিত্তিক সিনেমায় যুক্ত হয়েছেন বিশ্বখ্যাত সংগ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই