গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

মেনু

এনইআইআর বাস্তবায়িত হলে দাম কমবে দামি স্মার্টফোনের: এমআইওবি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৩ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৪৭ এএম ২০২৬
এনইআইআর বাস্তবায়িত হলে দাম কমবে দামি স্মার্টফোনের: এমআইওবি
ছবি

ছবি সংগৃহীত

এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার) বাস্তবায়িত হলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের স্মার্টফোনের দাম ধীরে ধীরে কমে আসবে বলে আশা করছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি)। সংগঠনটির দাবি, এ উদ্যোগ বাস্তবায়নের ফলে দেশে উচ্চমূল্যের স্মার্টফোন উৎপাদন ও বিক্রি বাড়বে, যা শেষ পর্যন্ত ভোক্তাদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘এনইআইআর-এর হাত ধরে শুরু হোক নিরাপদ বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে এমআইওবি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে বাংলাদেশে উৎপাদিত ৩০ হাজার টাকার বেশি দামের স্মার্টফোনের সংখ্যা খুবই সীমিত। এনইআইআর কার্যকর হলে এসব উচ্চমূল্যের স্মার্টফোন বাংলাদেশে বেশি পরিমাণে উৎপাদনের সুযোগ তৈরি হবে। ফলে উৎপাদন ব্যয় কমবে এবং বাজারে দামও ধীরে ধীরে হ্রাস পাবে।

এমআইওবি জানায়, স্মার্টফোন উৎপাদনের জন্য মূল প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন যন্ত্রাংশ ও গ্যাজেট আমদানি করতে হয়। দেশে যখন বেশি দামের স্মার্টফোন বড় পরিসরে উৎপাদন হবে, তখন স্কেল ইকোনমির কারণে উৎপাদন খরচ স্বাভাবিকভাবেই কমে আসবে।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমআইওবির নির্বাহী পরিচালক ও শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ২০৩০ সালে বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারের আকার দাঁড়াবে প্রায় ১ ট্রিলিয়ন ডলার। সে সময় বাংলাদেশ বছরে ৫ থেকে ৬ হাজার কোটি টাকার স্মার্টফোন রপ্তানি করতে সক্ষম হবে।

তিনি আরো জানান, বর্তমানে বাংলাদেশে বৈধ স্মার্টফোন বাজারের আকার বছরে ৯ থেকে ১০ বিলিয়ন ডলার। ২০২২ সালের আগে এই বাজার ১২ থেকে ১৩ বিলিয়ন ডলারে পৌঁছালেও ২০২২ ও ২০২৩ সালে এলসি জটিলতা ও ডলার রেটের অসামঞ্জস্যতার কারণে বাজারে ধস নামে। তবে ২০২৪ সাল থেকে বাজার আবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে।

এমআইওবির সভাপতি জাকারিয়া শহীদ বলেন, এনইআইআর বাস্তবায়ন দেশের মোবাইল ফোন শিল্পে শৃঙ্খলা, স্বচ্ছতা ও ভোক্তা সুরক্ষা নিশ্চিত করার একটি সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ। এর মাধ্যমে অবৈধ ও নকল মোবাইল ফোন নিয়ন্ত্রণ সহজ হবে এবং বৈধ ব্যবসা ও ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে।

তিনি এনইআইআর বাস্তবায়নের উদ্যোগের জন্য সরকারকে সাধুবাদ জানিয়ে বলেন, বিটিআরসি কার্যালয়ে সংঘটিত ভাঙচুরসহ যেকোনো সহিংস ও আইনবহির্ভূত কর্মকাণ্ড এমআইওবি দৃঢ়ভাবে নিন্দা জানায়। নীতিগত ধারাবাহিকতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় থাকলে স্মার্টফোন শিল্প ভবিষ্যতে দেশের অর্থনীতিতে আরো বড় ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বর্তমানে দেশে ১৮টি মোবাইল সংযোজন ও উৎপাদন কারখানা রয়েছে, যেখানে দেশি-বিদেশি মিলিয়ে তিন হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে। এই খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী শ্রমিক। কারখানাগুলোর মাসিক উৎপাদন সক্ষমতা ১৫ লাখ স্মার্টফোন ও ২৫ লাখ ফিচার ফোন।

এমআইওবির তথ্য অনুযায়ী, অবৈধ বা গ্রে মার্কেটের কারণে সরকার বছরে দুই হাজার কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে। গ্রে মার্কেটের আকার প্রায় ছয় হাজার কোটি টাকা, যা স্থানীয় শিল্পের ৩০ থেকে ৪০ শতাংশ উৎপাদন সক্ষমতাকে অব্যবহৃত রাখছে। এনইআইআর বাস্তবায়িত হলে এই অবৈধ বাজার নিয়ন্ত্রণে আসবে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব অর্জন করতে পারবে বলে আশা প্রকাশ করা হয়।

এসি/আপ্র/০৬/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র
২৮ জানুয়ারি ২০২৬

বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে সে দেশে বাংলাদেশি পণ্যে আরোপিত শুল্ক কমার ইঙ্গিত পাওয়া গেছে বল...

পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা
২৭ জানুয়ারি ২০২৬

পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ...

প্রথমবার সোনার দাম ৫ হাজার ডলার ছাড়িয়ে ইতিহাস গড়লো
২৬ জানুয়ারি ২০২৬

প্রথমবার সোনার দাম ৫ হাজার ডলার ছাড়িয়ে ইতিহাস গড়লো

ইতিহাসে প্রথমবার সোনার দাম ৫ হাজার ডলার ছাড়ালো। ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অনিশ্চয়তা...

৫ হাজার টাকা বাড়লো মুক্তিযোদ্ধা ভাতা
২৫ জানুয়ারি ২০২৬

৫ হাজার টাকা বাড়লো মুক্তিযোদ্ধা ভাতা

অর্থ মন্ত্রণালয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম সভা অনুষ্ঠিত হয়েছে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই