গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

মেনু

ঘন কুয়াশায়ও খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ভিড়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪০ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:২৫ এএম ২০২৬
ঘন কুয়াশায়ও খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ভিড়
ছবি

ছবি সংগৃহীত

সকাল থেকেই রাজধানীতে পড়ছে ঘন কুয়াশা। জিয়া উদ্যান এলাকার দূরের কোনোকিছুই দেখা যাচ্ছে না সহজে। তবে পুরো উদ্যান এলাকার বিপরীত দৃশ্য দেখা যায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরের চারদিকে। ঘন কুয়াশায়ও এখানে কবর জিয়ারত করতে আসা নেতাকর্মীদের প্রচন্ড ভিড়।

। শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকেই কবরমুখী মানুষের ভিড় বাড়ছে। দলীয় নেতাকর্মী ছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল নিয়ে আসছেন।

সরেজমিন দেখা গেছে, জিয়া উদ্যানের বেইলি ব্রিজ থেকে জিয়াউর রহমান ও তার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার কবর পর্যন্ত মানুষের দীর্ঘ লাইন।

এরই মধ্যে সকাল সাড়ে ১১টায় শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন– বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস,সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় তারা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।

এছাড়াও জাতীয়তাবাদী তৃণমূল দল, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ, জাতীয়তাবাদী সমবায় দল এবং জিয়া সাংস্কৃতিক ফোরাম নামে কয়েকটি সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও অনেকে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত করছেন ও শ্রদ্ধা নিবেদন করছেন।

নেতাকর্মী ও সাধারণ মানুষের আনা ফুলে ছেয়ে গেছে বেগম জিয়ার কবর। ঢাকার বাইরে থেকেও বিএনপির অনেক নেতা আসছেন তার অনুসারীদের নিয়ে।

কয়েক জন জানান, এক ধরনের ভালোবাসা থেকেই তারা ছুটে এসেছেন।

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে এসেছেন যুবদল কর্মী শিপন আবেদীন। তিনি বলেন, বুঝতে যখন শিখেছি, তখনই খালেদা জিয়াকে দেখেছি। তার বিভিন্ন সমাবেশে গিয়েছি। বক্তব্য শুনেছি। তাই তার মৃত্যুকে সহজভাবে মেনে নিতে পারিনি। এক ধরনের দায়বদ্ধতা থেকেই কবর জিয়ারত করতে এসেছি।

ঢাকার শনির আখড়া থেকে দুই সন্তান রাফি ও রাইসাকে নিয়ে কবর জিয়ারত করতে এসেছেন মেঘলা বেগম। তিনি বলেন, খালেদা জিয়া আমাদের শ্রদ্ধার পাত্র। তাই তাকে শ্রদ্ধা জানাতে আসলাম। তাকে যেন মহান আল্লাহ বেহেশত দান করেন সে দোয়া করছি।

গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির চেয়ারপারসন। পর দিন মানিক মিয়া অ্যাভিনিউয়ে স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণে জানাজা শেষে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়াকে দাফন করা হয়।  তখন পরিবার, বিএনপির শীর্ষ নেতা ও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তার বাইরে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে বৃহস্পতিবার (১ জানুয়ারি)  সকাল থেকেই সর্ব সাধারণের প্রবেশ উন্মুক্ত করে দেওয়ার পর থেকেই হাজারও মানুষ ছুটে আসছেন। শুক্রবার দিনভরও মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।

এসি/আপ্র/০৩/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি: মির্জা আব্বাস
২৭ জানুয়ারি ২০২৬

চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, আমি চা খাওয়ার...

দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান তারেক রহমানের
২৭ জানুয়ারি ২০২৬

দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান তারেক রহমানের

অবশেষে ময়মনসিংহ বিভাগের নির্বাচনী সমাবেশ মঞ্চে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এটি নির্বাচনী...

পোস্টাল ব্যালট বাতিল হবে যেসব কারণে
২৭ জানুয়ারি ২০২৬

পোস্টাল ব্যালট বাতিল হবে যেসব কারণে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে প্রথমবারের মতো প্রবাসে থাকা ভোটার ও ভোটের কাজে নিয়োজিত ক...

তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম
২৭ জানুয়ারি ২০২৬

তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, একটি দল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই