গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

মেনু

ডাব খেয়ে গাছের ওপরেই ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২০:৩৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৬:২৫ এএম ২০২৬
ডাব খেয়ে গাছের ওপরেই ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
ছবি

ছবি সংগৃহীত

ডাব পাড়তে গিয়ে উঁচু নারিকেল গাছে উঠেন শাহেন শাহ আলী (৩৫)। এরপর একটি ডাবের পানি পান করে গাছের চূড়ায় ঘুমিয়ে পড়েন তিনি। নিচ থেকে স্থানীয় লেকজন ডাকাডাকি করলেও এতে সায় দেননি শাহেন শাহ। হইচই পড়ে আশপাশে, লোকজন জমায়েত হতে থাকে।


একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হল। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দুইঘণ্টা চেষ্টা চালিয়ে গাছের চূড়া থেকে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে।


রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম কাশিমনগর ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে। এনিয়ে স্থানীয়ভাবে কৌতুহল সৃষ্টি হয়েছে।


স্থানীয় পারভেজ হোসেন জানান, গাছে উঠে ডাব খেয়ে ঘুমিয়ে পড়া ওই যুবক কিছুটা মানসিক প্রতিবন্ধি। তার বাড়ির ঠিকানা হিসেবে উত্তরবঙ্গে দাবি করেছে। তবে বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। আমরা অনেক চেষ্টা করেও তাকে নামাতে পারিনি।


গাছ থেকে নামতে বললে শাহেন শাহ আলী বলেন, জমি ও গাছ আল্লাহর। আমি আল্লাহর গাছ থেকেই ডাব পাড়ছি। ফায়ার সার্ভিস তাকে নামানোর পর তিনি বলেন আমি একটা উপরে খেয়েছি। সাতটা নিয়ে এসেছি। জবাবে ফায়ার সার্ভিস কর্মকর্তা বললো- আমাদের দেওয়া লাগবে না, এগুলো বিক্রি করে তুমি কিছু খেও।


রামগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম জানান, শাহেন শাহ আলী নামে এক ব্যক্তি নারিকেল গাছের চূড়ায় উঠে পড়েন। উঁচুতে বসে তিনি ডাব খায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে তাকে গাছ থেকে নামার জন্য বলি। তিনি অনঢ় থাকেন। অনেকপরে মইয়ের সাহায্যে তাকে নিচে নামিয়ে আনা হয়। এসময় তিনি রশিতে বেঁধে ৭ টি ডাব নামান। পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নামিয়ে দেওয়া হয়।


ওআ/আপ্র/১৪/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

পাহাড়ে কাজ করতে গিয়ে টেকনাফ থেকে ছয় কৃষক অপহৃত
২৮ জানুয়ারি ২০২৬

পাহাড়ে কাজ করতে গিয়ে টেকনাফ থেকে ছয় কৃষক অপহৃত

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে স্থানীয় ছয়জন কৃষককে অপহরণ করা হয়েছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিক...

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর আহত
২৭ জানুয়ারি ২০২৬

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর আহত

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফের দুই কিশোর আহত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারী) বেলা স...

ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
২৭ জানুয়ারি ২০২৬

ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা মেইল-২ (ডাউন) এর একটি বগি লাইনচ্যুত...

বিএনপি ক্ষমতায় গেলে চাকরির জন্য কোনো ঘুষ নেবে না: মির্জা ফখরুল
২৬ জানুয়ারি ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে চাকরির জন্য কোনো ঘুষ নেবে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে পূর্বের স্বৈরাচারী সরকারের মত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই