এখনও অস্থির পেঁয়াজের বাজার। আর ১০ থেকে ১৫ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। তবে, গত সপ্তাহের তুলনায় কমেছে সবজির দাম। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে শুক্রবার এমন চিত্র দেখা গেছে।
এ সপ্তাহেও বাজারে আলোচনার শীর্ষে পেঁয়াজ। নতুন করে কেজিতে বেঁড়েছে ২০ টাকা। বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা। নতুন পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে ১২০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম পাইকারি বাজারে ১২০ টাকার বেশি। বাড়তি দামের কারণে কমেনি পেঁয়াজের দাম।
এদিকে, বাজারে সয়াবিন তেল কিনতে ক্রেতাদের কেজিতে সাত টাকা বাড়তি গুনতে হচ্ছে। পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ৯৫৫ টাকা। কেজিতে ১০ থেকে ১৫ টাকা দাম কমলেও স্বস্তি ফেরেনি সবজির বাজারে। এখনও বেশিরভাগ সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার বেশি।
গত সপ্তাহের তুলনায় বাজারে সবধরণের মুরগি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। ১৫০ টাকার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। বেড়েছে মাছের দাম। তবে আগের দামে বিক্রি হচ্ছে ডিম, চাল এবং গরুর মাংস।
ওআ/আপ্র/১২/১২/২০২৫