সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় বাসের ধাক্কায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ইজিবাইক চালক ঘটনাস্থলেই মারা যান। এ সময় ইজিবাইকে থাকা কয়েকজন যাত্রীসহ প্রায় ১৫ জন আহত হন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।