গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

মেনু

চিলিতে ভয়াবহ দাবানলে ১৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫২ পিএম, ১৯ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:১২ এএম ২০২৬
চিলিতে ভয়াবহ দাবানলে ১৮ জন নিহত
ছবি

ছবি সংগৃহীত

চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। পরিস্থিতি মারাত্মক হওয়ায় দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ রবিবার দক্ষিণের নিউব্লে ও বিয়োবিয়ো অঞ্চলে রাষ্ট্রীয় বিপর্যয় ঘোষণা করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রেসিডেন্ট বোরিচ জানিয়েছেন, দাবানলে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি নিউব্লে ও বিয়োবিয়ো অঞ্চলে রাষ্ট্রীয় বিপর্যয় ঘোষণা করেছেন এবং সব ধরনের সহায়তা ও সম্পদ প্রস্তুত রাখা হয়েছে।

চিলির বন বিভাগ কনাফ জানিয়েছে, রবিবার সকাল পর্যন্ত সারা দেশে ২৪টি সক্রিয় দাবানলের সঙ্গে লড়াই করছিল দমকল বাহিনী। এর মধ্যে সবচেয়ে বড় আগুন নিউব্লে ও বিয়োবিয়ো অঞ্চলে, যা রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই দুই অঞ্চলেই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

চিলির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সেনাপ্রেদ জানিয়েছে, প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং অন্তত ২৫০টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিউব্লে ও বিয়োবিয়োতে প্রায় ৮,৫০০ হেক্টর জমি আগুনে পুড়ে গেছে। ঝুঁকির কারণে অনেক মানুষ বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ত্যাগ করেছেন। প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে এবং দমকলের কাজ কঠিন হচ্ছে। সান্তিয়াগো থেকে বিয়োবিয়ো পর্যন্ত বড় অংশে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, চিলির পাশাপাশি আর্জেন্টিনাতেও বছরের শুরু থেকেই তীব্র তাপপ্রবাহ ও অস্বাভাবিক গরম পরিস্থিতি দেখা যাচ্ছে। চলতি মাসের শুরুতে আর্জেন্টিনার পাটাগোনিয়া অঞ্চলেও ভয়াবহ দাবানলের ঘটনা ঘটে, যা ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনে।

এসি/আপ্র/১৯/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

পারমাণবিক শক্তি জোরদারে নতুন পরিকল্পনা ঘোষণা কিমের
২৮ জানুয়ারি ২০২৬

পারমাণবিক শক্তি জোরদারে নতুন পরিকল্পনা ঘোষণা কিমের

পারমাণবিক শক্তি আরও জোরদারে নতুন পরিকল্পনা উন্মোচনের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আসন...

ভয়াবহ বিমান দুর্ঘটনায় ভারতের মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত
২৮ জানুয়ারি ২০২৬

ভয়াবহ বিমান দুর্ঘটনায় ভারতের মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত

ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং দেশটির রাজনৈতিক...

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু
২৭ জানুয়ারি ২০২৬

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু

তুষারঝড় ও তীব্র শীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গ...

রাশিয়ার সাকহালিন দ্বীপে দেখা গেল ‘দুটি সূর্য’!
২৬ জানুয়ারি ২০২৬

রাশিয়ার সাকহালিন দ্বীপে দেখা গেল ‘দুটি সূর্য’!

অনেককে তুলনা দিতে শোনা যায়, ‘আমি সূর্যের মতো একা’, কিন্তু এই উপমা এখন আর হয়ত ধোপে টিকবে না। কারণ রাশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই