ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’

  • আপডেট সময় : ১২:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • ২২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের আয়োজনে আদিশক্তি ল্যাবরেটরি ফর থিয়েটার আর্ট রিসার্চ এবং ইকোল ন্যাশিওনাল সুপেরিওখ দে আর্টস এ টিকনিক দ্যু থিয়েটার (এএনএসএটিটি) প্রযোজনায় অনুষ্ঠিত হলো ‘হি-রোজ: ফ্রম ভগবৎ গীতা টু দ্য ইলিয়াড, দ্য এমব্রেস অব অর্জুন অ্যান্ড একিলিস’ নাটকের প্রদর্শনী। উপস্থাপনাটি মূলত ইংরেজি ভাষায় ছিল যদিও এতে বেশ কিছু ফরাসি উপাচারও ছিল। ২৩ এপ্রিল সন্ধ্যে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এই প্রদর্শনী হয়। নিম্মি রাফেলের রচনা এবং বিনয় কুমারের নির্দেশনায় ‘হি-রোজ’ নাটকে তুলে ধরা হলো দুই পৌরাণিক বীর পুরুষের করুণ গাঁথা, ভগবৎ গীতার অর্জুন ও হোমারের ইলিয়াড হতে একিলিস। দুই ভিন্ন সংস্কৃতির দুজন পৃথক ব্যক্তিত্ব এবং গৌরব আর ট্রাজেডির মধ্যবর্তী সূক্ষ্ম পর্দার যে সীমিত পরিসর, তার প্রকাশ ঘটেছে নাটকটিতে।
মহাভারতের অর্জুন আর ইলিয়াডের একিলিসের মতো দুই আদর্শ চরিত্রকে পরস্পরের সমান্তরালে দাঁড় করিয়ে এই নাটক বীরত্বের চিরাচরিত প্রথাবদ্ধ ধারণাকে প্রশ্ন ছুঁড়ে দেয়, শৌর্য আর শঙ্কার এই দোদুল্যমান দ্বন্দ্ব টেনে এনে দর্শককে গভীরভাবে ভাবতে বাধ্য করে। অর্জুন ও একিলিস উভয়ের জীবনেই, নিয়তি পালন করে এক অমোঘ ভূমিকা; এবং তাদের নিজ নিজ অত্যাবশ্যকীয় সিদ্ধান্ত তাতে রেখেছে দূরতম প্রভাব: কোন সে জীবন বেছে নেবেন তারা, এক মহাকাব্যিক নায়কের, নাকি একজন সাধারণ মানুষের। সেটিই দেখা গেছে এই বিশেষ নাটকের গল্পে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’

আপডেট সময় : ১২:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

বিনোদন ডেস্ক: ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের আয়োজনে আদিশক্তি ল্যাবরেটরি ফর থিয়েটার আর্ট রিসার্চ এবং ইকোল ন্যাশিওনাল সুপেরিওখ দে আর্টস এ টিকনিক দ্যু থিয়েটার (এএনএসএটিটি) প্রযোজনায় অনুষ্ঠিত হলো ‘হি-রোজ: ফ্রম ভগবৎ গীতা টু দ্য ইলিয়াড, দ্য এমব্রেস অব অর্জুন অ্যান্ড একিলিস’ নাটকের প্রদর্শনী। উপস্থাপনাটি মূলত ইংরেজি ভাষায় ছিল যদিও এতে বেশ কিছু ফরাসি উপাচারও ছিল। ২৩ এপ্রিল সন্ধ্যে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এই প্রদর্শনী হয়। নিম্মি রাফেলের রচনা এবং বিনয় কুমারের নির্দেশনায় ‘হি-রোজ’ নাটকে তুলে ধরা হলো দুই পৌরাণিক বীর পুরুষের করুণ গাঁথা, ভগবৎ গীতার অর্জুন ও হোমারের ইলিয়াড হতে একিলিস। দুই ভিন্ন সংস্কৃতির দুজন পৃথক ব্যক্তিত্ব এবং গৌরব আর ট্রাজেডির মধ্যবর্তী সূক্ষ্ম পর্দার যে সীমিত পরিসর, তার প্রকাশ ঘটেছে নাটকটিতে।
মহাভারতের অর্জুন আর ইলিয়াডের একিলিসের মতো দুই আদর্শ চরিত্রকে পরস্পরের সমান্তরালে দাঁড় করিয়ে এই নাটক বীরত্বের চিরাচরিত প্রথাবদ্ধ ধারণাকে প্রশ্ন ছুঁড়ে দেয়, শৌর্য আর শঙ্কার এই দোদুল্যমান দ্বন্দ্ব টেনে এনে দর্শককে গভীরভাবে ভাবতে বাধ্য করে। অর্জুন ও একিলিস উভয়ের জীবনেই, নিয়তি পালন করে এক অমোঘ ভূমিকা; এবং তাদের নিজ নিজ অত্যাবশ্যকীয় সিদ্ধান্ত তাতে রেখেছে দূরতম প্রভাব: কোন সে জীবন বেছে নেবেন তারা, এক মহাকাব্যিক নায়কের, নাকি একজন সাধারণ মানুষের। সেটিই দেখা গেছে এই বিশেষ নাটকের গল্পে।