ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

  • আপডেট সময় : ০২:০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপিবিহীন উপজেলা পরিষদ নির্বাচন প্রতিযোগিতামূলক করতে সবার জন্য উন্মুক্ত করা হলেও এই নির্বাচনে অংশ নিতে পারবে না এমপি-মন্ত্রী স্বজনরা। এমন নির্দেশনা দিলেও আওয়ামী লীগের এ নির্দেশনা উপেক্ষা করে এখনো নির্বাচনের মাঠে রয়েছেন এমপি-মন্ত্রীর স্বজনরা। তবে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো এমপি-মন্ত্রীর স্বজনের সংজ্ঞা নির্দিষ্ট করতে পারেনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে এমপি- মন্ত্রীর স্বজনদের কীভাবে ক্লাসিফিকেশন করা হচ্ছে এটা আমাদের ওপর ছেড়ে দেন। আপনারা সবকিছু নির্ধারণ করলে আমরা পার্টি করতেছি কেন! এছাড়া সাংবাদিকরা এমপি-মন্ত্রীর আত্মীয়স্বজনের একটা সংখ্যা লিখেছেন। এমপি-মন্ত্রীর আত্মীয়স্বজনের সংজ্ঞা নিয়ে আমি আর বলবো না। আমাদের বিষয়ে আমাদের কাছে আছে। যারা দলের কথা অমান্য করে এখনো উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছে সে ক্ষেত্রে আওয়ামী লীগ কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এমপি-মন্ত্রী না স্বজনদের বিরুদ্ধে এমন প্রশ্ন করলে ওবায়দুল কাদের বলেন, সময় বলে দেবে কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় সিদ্ধান্ত যারা অমান্য করেছে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের গত সাধারণ নির্বাচনে, নির্বাচনের পরে এসেছে, অনেকেই এমপি হন নাই, অনেকেই মন্ত্রী হন নাই। এখানো কিন্তু দলের সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। দল যার যার কর্মকা- বিচার করবে।
বিএনপির সমাবেশের দিনে আওয়ামী লীগেরও সমাবেশ থাকে- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সন্ত্রাস থেকে জনগণকে রক্ষায় কর্মসূচি দেয় আওয়ামী লীগ। বিএনপি একতরফা সমাবেশ করতে গেলে সন্ত্রাস, আগুন সন্ত্রাসের আশঙ্কা থেকেই যায়। জনগণের জানমাল রক্ষায় সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব আছে। আমরা মাঠে থাকলে তারা এসব অপকর্ম করতে মানসিকভাবে চাপে থাকবে- সেজন্য আমরা কর্মসূচি দিই। বিএনপির চোরাগোপ্তা হামলা প্রতিহত করতে জনগণের স্বার্থে আমাদের কর্মসূচি থাকা উচিত।
ভোট সুষ্ঠু করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে বসবে ইসি: ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন সুষ্ঠু করতে সারাদেশের প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার (২৪ এপ্রিল) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সব বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার (সংশ্লিষ্ট), রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং পুলিশ সুপারদের উপস্থিতিতে এ বৈঠকে নির্বাচন নিয়ে দিকনির্দেশনা দেবে ইসি। ওদিন বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বৈঠকটিতে নির্বাচন কমিশনাররা, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এর আগে মঙ্গলবার (২৩ এপ্রিল) উপজেলা নির্বাচন সুষ্ঠু করার বিষয় নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ইসি। ষষ্ঠ উপজেলা নির্বাচন চার ধাপে শেষ করতে চায় ইসি। এ লক্ষ্যে চার ধাপের তফসিল ঘোষণা করেছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

আপডেট সময় : ০২:০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বিএনপিবিহীন উপজেলা পরিষদ নির্বাচন প্রতিযোগিতামূলক করতে সবার জন্য উন্মুক্ত করা হলেও এই নির্বাচনে অংশ নিতে পারবে না এমপি-মন্ত্রী স্বজনরা। এমন নির্দেশনা দিলেও আওয়ামী লীগের এ নির্দেশনা উপেক্ষা করে এখনো নির্বাচনের মাঠে রয়েছেন এমপি-মন্ত্রীর স্বজনরা। তবে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো এমপি-মন্ত্রীর স্বজনের সংজ্ঞা নির্দিষ্ট করতে পারেনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে এমপি- মন্ত্রীর স্বজনদের কীভাবে ক্লাসিফিকেশন করা হচ্ছে এটা আমাদের ওপর ছেড়ে দেন। আপনারা সবকিছু নির্ধারণ করলে আমরা পার্টি করতেছি কেন! এছাড়া সাংবাদিকরা এমপি-মন্ত্রীর আত্মীয়স্বজনের একটা সংখ্যা লিখেছেন। এমপি-মন্ত্রীর আত্মীয়স্বজনের সংজ্ঞা নিয়ে আমি আর বলবো না। আমাদের বিষয়ে আমাদের কাছে আছে। যারা দলের কথা অমান্য করে এখনো উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছে সে ক্ষেত্রে আওয়ামী লীগ কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এমপি-মন্ত্রী না স্বজনদের বিরুদ্ধে এমন প্রশ্ন করলে ওবায়দুল কাদের বলেন, সময় বলে দেবে কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় সিদ্ধান্ত যারা অমান্য করেছে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের গত সাধারণ নির্বাচনে, নির্বাচনের পরে এসেছে, অনেকেই এমপি হন নাই, অনেকেই মন্ত্রী হন নাই। এখানো কিন্তু দলের সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। দল যার যার কর্মকা- বিচার করবে।
বিএনপির সমাবেশের দিনে আওয়ামী লীগেরও সমাবেশ থাকে- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সন্ত্রাস থেকে জনগণকে রক্ষায় কর্মসূচি দেয় আওয়ামী লীগ। বিএনপি একতরফা সমাবেশ করতে গেলে সন্ত্রাস, আগুন সন্ত্রাসের আশঙ্কা থেকেই যায়। জনগণের জানমাল রক্ষায় সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব আছে। আমরা মাঠে থাকলে তারা এসব অপকর্ম করতে মানসিকভাবে চাপে থাকবে- সেজন্য আমরা কর্মসূচি দিই। বিএনপির চোরাগোপ্তা হামলা প্রতিহত করতে জনগণের স্বার্থে আমাদের কর্মসূচি থাকা উচিত।
ভোট সুষ্ঠু করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে বসবে ইসি: ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন সুষ্ঠু করতে সারাদেশের প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার (২৪ এপ্রিল) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সব বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার (সংশ্লিষ্ট), রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং পুলিশ সুপারদের উপস্থিতিতে এ বৈঠকে নির্বাচন নিয়ে দিকনির্দেশনা দেবে ইসি। ওদিন বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বৈঠকটিতে নির্বাচন কমিশনাররা, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এর আগে মঙ্গলবার (২৩ এপ্রিল) উপজেলা নির্বাচন সুষ্ঠু করার বিষয় নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ইসি। ষষ্ঠ উপজেলা নির্বাচন চার ধাপে শেষ করতে চায় ইসি। এ লক্ষ্যে চার ধাপের তফসিল ঘোষণা করেছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।