ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অভিনেত্রীর সঙ্গে কর্মকর্তার সম্পর্কে’র খবরে সিটি ব্যাংকের জিডি

  • আপডেট সময় : ০২:২৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ‘একজন অভিনেত্রীর বিতর্কিত’ কর্মকান্ডের সঙ্গে ‘একজন ঊর্ধ্বতন কর্মকর্তা’কে জড়িয়ে প্রচার করা তথ্যকে ‘অসমর্থিত, মিথ্যা ও বানোয়াট’ বলে অভিহিত করেছে সিটি ব্যাংক লিমিটেড। কিছু ‘স্বার্থান্বেষী ব্যক্তি’ এর মাধ্যমে ব্যাংকের সুনাম ক্ষতুœ করার অপচেষ্টায় লিপ্ত অভিযোগ করে এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে দেশের অন্যতম ব্যাংকটি। সোমবার (৯ আগস্ট) রাজধানীর গুলশান মডেল থানায় এই জিডি দায়ের করেন ব্যাংকের হেড অব কোর্ট অপারেশন গাজী এম শওকত হাসান। জিডিতে বলা হয়েছে, ‘সম্প্রতি কয়েকটি গণমাধ্যম ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন অভিনেত্রীর বিতর্কিত কর্মকা-ের সঙ্গে কয়েকটি ব্যাংকের কর্মকর্তাসহ নানা পেশার বেশকিছু মানুষের জড়িত থাকার বিষয়ে প্রকাশিত একটি তথ্য প্রচার করা হয়। ওই সংবাদের মধ্যে সিটি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত বলে একটি অসমর্থিত, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে। এই তথ্যকে পুঁজি করে সমাজের কিছু স্বার্থন্বেষী ব্যক্তি, অসাধু শ্রেণির প্রতারক ও চাঁদাবাজ শ্রেণির লোক বিভিন্নভাবে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাজেহাল করার অপচেষ্টায় লিপ্ত আছে অথবা থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে।’ এতে আরও বলা হয়েছে, ‘এরকম অজ্ঞাতনামা ব্যক্তিরা ও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ব্যাংকের সুনাম ক্ষতুœ করার অপচেষ্টায় এবং ব্যাংক থেকে অবৈধভাবে অর্থলাভের আশায় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে এবং ভবিষ্যতে করতে পারে আশঙ্কা করা হচ্ছে। অজ্ঞাতনামা স্বার্থন্বেষী মহলের এরকম কার্যক্রমে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামাজিক নিরাপত্তাহীনতা, মানসিক উদ্বেগ তৈরি হচ্ছে।’ একটি সংঘবদ্ধ চক্র বা স্বার্থন্বেষী মহল ওই পথে অথবা অন্য কোনো উপায়ে ব্যাংক থেকে চাঁদাবাজি ও প্রতারণার আশ্রয়ে অর্থ আত্মসাতের অশুভ পাঁয়তারা করছে বা করতে পারে বলে সিটি ব্যাংক ও এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে জিডিতে। এ ধরনের তৎপরতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে জড়িতদের আইনের আওতায় না আনতে পারলে ব্যাংক ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা জানিয়ে এ বিষয়ে জিডি নেওয়ার আবেদন জানিয়েছেন গাজী এম শওকত হাসান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরাসি পরমাণু অস্ত্রে ইইউ’র রঙ দিতে চান ম্যাক্রোঁ

অভিনেত্রীর সঙ্গে কর্মকর্তার সম্পর্কে’র খবরে সিটি ব্যাংকের জিডি

আপডেট সময় : ০২:২৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : ‘একজন অভিনেত্রীর বিতর্কিত’ কর্মকান্ডের সঙ্গে ‘একজন ঊর্ধ্বতন কর্মকর্তা’কে জড়িয়ে প্রচার করা তথ্যকে ‘অসমর্থিত, মিথ্যা ও বানোয়াট’ বলে অভিহিত করেছে সিটি ব্যাংক লিমিটেড। কিছু ‘স্বার্থান্বেষী ব্যক্তি’ এর মাধ্যমে ব্যাংকের সুনাম ক্ষতুœ করার অপচেষ্টায় লিপ্ত অভিযোগ করে এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে দেশের অন্যতম ব্যাংকটি। সোমবার (৯ আগস্ট) রাজধানীর গুলশান মডেল থানায় এই জিডি দায়ের করেন ব্যাংকের হেড অব কোর্ট অপারেশন গাজী এম শওকত হাসান। জিডিতে বলা হয়েছে, ‘সম্প্রতি কয়েকটি গণমাধ্যম ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন অভিনেত্রীর বিতর্কিত কর্মকা-ের সঙ্গে কয়েকটি ব্যাংকের কর্মকর্তাসহ নানা পেশার বেশকিছু মানুষের জড়িত থাকার বিষয়ে প্রকাশিত একটি তথ্য প্রচার করা হয়। ওই সংবাদের মধ্যে সিটি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত বলে একটি অসমর্থিত, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে। এই তথ্যকে পুঁজি করে সমাজের কিছু স্বার্থন্বেষী ব্যক্তি, অসাধু শ্রেণির প্রতারক ও চাঁদাবাজ শ্রেণির লোক বিভিন্নভাবে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাজেহাল করার অপচেষ্টায় লিপ্ত আছে অথবা থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে।’ এতে আরও বলা হয়েছে, ‘এরকম অজ্ঞাতনামা ব্যক্তিরা ও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ব্যাংকের সুনাম ক্ষতুœ করার অপচেষ্টায় এবং ব্যাংক থেকে অবৈধভাবে অর্থলাভের আশায় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে এবং ভবিষ্যতে করতে পারে আশঙ্কা করা হচ্ছে। অজ্ঞাতনামা স্বার্থন্বেষী মহলের এরকম কার্যক্রমে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামাজিক নিরাপত্তাহীনতা, মানসিক উদ্বেগ তৈরি হচ্ছে।’ একটি সংঘবদ্ধ চক্র বা স্বার্থন্বেষী মহল ওই পথে অথবা অন্য কোনো উপায়ে ব্যাংক থেকে চাঁদাবাজি ও প্রতারণার আশ্রয়ে অর্থ আত্মসাতের অশুভ পাঁয়তারা করছে বা করতে পারে বলে সিটি ব্যাংক ও এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে জিডিতে। এ ধরনের তৎপরতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে জড়িতদের আইনের আওতায় না আনতে পারলে ব্যাংক ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা জানিয়ে এ বিষয়ে জিডি নেওয়ার আবেদন জানিয়েছেন গাজী এম শওকত হাসান।