ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

তেজগাঁওয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের হাব উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
দেশের প্রথম কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেড রাজধানীর তেজগাঁও ইস্ট জোনে (পুরনো এফডিসি রোডের ৭/আই-এর শান্ত-মারিয়াম প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং সেন্টার প্লটে) একটি হাব উদ্বোধন করেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এ বরকত বাবুসহ উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ আলোচনায় অংশ নেন। দোয়া পাঠের পর ফিতা কেটে উদ্বোধন করা হয়। সুন্দরবন কুরিয়ার সার্ভিস ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত ৪০ বছর আগে ১৯৮৩ সালে বৃহত্তর খুলনা জেলায় প্রতিষ্ঠা করেন দেশের প্রথম ও সর্ববৃহৎ প্রথম কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেড। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই দেশব্যাপী ছড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম। ডকুমেন্ট পার্সেল দিয়ে শুরু করা সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রা. লিমিটেড এবং সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সার্ভিস দেশব্যাপী ছয় শতাধিক আউটলেট ও ৪৮৫ পরিবহনের মাধ্যমে অত্যন্ত আস্থা ও সুনামের সঙ্গে করপোরেট প্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরে ঘরে দ্রুত ও নিরবচ্ছিন্ন পার্সেল বা কুরিয়ার সেবা প্রদান করে আসছে।
করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ৩০ মে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমামুল কবীর শান্তর মৃত্যুর পরে তাঁর ছোট ভাই ডা. মোঃ আহসানুল কবির প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং প্রকৌশলী শেখ তানভীর আহমেদ প্রধান নির্বাহী। দীর্ঘ চার দশকের পথচলায় রাজধানীর দিলকুশার প্রধান কার্যালয় থেকে সারা দেশে যথাক্রমে ডকুমেন্ট সার্ভিস, মোবাইল অ্যান্ড আইসিটি ইকুইপমেন্ট সার্ভিস, ভ্যালু ডিক্লেয়ারড সার্ভিস ও ই-কমার্স সেবা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটিতে কাজ করছেন প্রায় ১০ হাজার কর্মকর্তা ও কর্মচারী।