ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

ফেনীতে বাস-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪

  • আপডেট সময় : ০১:৫৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি : ফেনী সদরে যাত্রীবাহী বাস ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল জানান, গতকাল বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুলামিয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন কভার্ড ভ্যান চালক কুমিল্লার দুর্গাপুরের মো. নাজমুল (৩৫), বাসযাত্রী পিরোজপুরের নেছারাবাদের মো. ফোরকান (৫০) ও লক্ষ্মীপুরের রিয়াজ উদ্দিন (৩২)। আরেকজনের পরিচয় জানা যায়নি বলে জানান ওসি মোস্তফা কামাল। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সড়ক উন্নয়ন ও সংস্কার কাজের জন্য মহাসড়কের ঢাকা থেকে চট্টগ্রামমুখী অংশ বন্ধ রাখা হয়েছিল। এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী অংশ দিয়ে দ্বিমুখী যান চলাচল করতে থাকে।
“দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি বাস দুলামিয়া রাস্তার মাথায় পৌঁছালে বিপরীতমুখী একটি কভার্ড ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়; ঘটনাস্থলে ৩ জন নিহত ও ১৩ জন আহত হন।”
হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান বলে জানান তিনি। মহিপাল হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে পাঠায়। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসিফ ইকবাল জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান-লেগুনা-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাভার্ডভ্যান-লেগুনা-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার লেঙ্গুরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন লেগুনা চালক আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রতন (৪৫)। অপরজন অটোরিকশা চালক বলে জানা গেছে। স্থানীয়রা জানান, কাভার্ডভ্যানটি আড়াইহাজার থেকে মদনপুরের দিকে আসার পথে লেঙ্গুরদি এলাকায় বিপরীত দিক দিয়ে আসা লেগুনা ও অটোরিকশার মুখোমুখি হয়ে যায়। এ সময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান লেগুনা চালক। হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশা চালক মারা যান। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জাগো নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীতে বাস-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪

আপডেট সময় : ০১:৫৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২

ফেনী প্রতিনিধি : ফেনী সদরে যাত্রীবাহী বাস ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল জানান, গতকাল বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুলামিয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন কভার্ড ভ্যান চালক কুমিল্লার দুর্গাপুরের মো. নাজমুল (৩৫), বাসযাত্রী পিরোজপুরের নেছারাবাদের মো. ফোরকান (৫০) ও লক্ষ্মীপুরের রিয়াজ উদ্দিন (৩২)। আরেকজনের পরিচয় জানা যায়নি বলে জানান ওসি মোস্তফা কামাল। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সড়ক উন্নয়ন ও সংস্কার কাজের জন্য মহাসড়কের ঢাকা থেকে চট্টগ্রামমুখী অংশ বন্ধ রাখা হয়েছিল। এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী অংশ দিয়ে দ্বিমুখী যান চলাচল করতে থাকে।
“দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি বাস দুলামিয়া রাস্তার মাথায় পৌঁছালে বিপরীতমুখী একটি কভার্ড ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়; ঘটনাস্থলে ৩ জন নিহত ও ১৩ জন আহত হন।”
হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান বলে জানান তিনি। মহিপাল হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে পাঠায়। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসিফ ইকবাল জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান-লেগুনা-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাভার্ডভ্যান-লেগুনা-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার লেঙ্গুরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন লেগুনা চালক আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রতন (৪৫)। অপরজন অটোরিকশা চালক বলে জানা গেছে। স্থানীয়রা জানান, কাভার্ডভ্যানটি আড়াইহাজার থেকে মদনপুরের দিকে আসার পথে লেঙ্গুরদি এলাকায় বিপরীত দিক দিয়ে আসা লেগুনা ও অটোরিকশার মুখোমুখি হয়ে যায়। এ সময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান লেগুনা চালক। হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশা চালক মারা যান। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জাগো নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।