ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

বদরুন্নেসা শিক্ষক রুমা ডিজিটাল আইনে অভিযুক্ত

  • আপডেট সময় : ০১:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইবুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এই শিক্ষকের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন। আগামী ২৩ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিনও ঠিক করে দেন বিচারক। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী (পেশকার) শামীম আল মামুন জানান, এ দিন রুমা সরকার আদালতে হাজিরা দেন। তার পক্ষে আইনজীবী রাণা দাশগুপ্ত অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে নজরুল ইসলাম শামীম আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। ২০২১ সালে কুমিল্লায় সাম্প্রদায়িক সন্ত্রাসের জের ধরে নোয়াখালীতে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়। তাতে যতন সাহাসহ দুজনের মৃত্যু ঘটে। রুমার বিরুদ্ধে অভিযোগ, তিনি তখন সোশাল মিডিয়ায় যে ভিডিও শেয়ার দিয়েছিলেন, তা নোয়াখালীর যতন সাহাকে খুনের ভিডিও হিসেবে প্রচার করা হলেও আসলে সেটি ছিল ঢাকার মিরপুরের সাহিনুদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার পুরনো ঘটনা। পরে র‌্যাব তাকে আটক করে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। এ মামলার তদন্ত শেষে রুমা সরকারকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন ডিবি পুলিশের এসআই জয়দেব জয়ধর।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বদরুন্নেসা শিক্ষক রুমা ডিজিটাল আইনে অভিযুক্ত

আপডেট সময় : ০১:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইবুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এই শিক্ষকের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন। আগামী ২৩ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিনও ঠিক করে দেন বিচারক। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী (পেশকার) শামীম আল মামুন জানান, এ দিন রুমা সরকার আদালতে হাজিরা দেন। তার পক্ষে আইনজীবী রাণা দাশগুপ্ত অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে নজরুল ইসলাম শামীম আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। ২০২১ সালে কুমিল্লায় সাম্প্রদায়িক সন্ত্রাসের জের ধরে নোয়াখালীতে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়। তাতে যতন সাহাসহ দুজনের মৃত্যু ঘটে। রুমার বিরুদ্ধে অভিযোগ, তিনি তখন সোশাল মিডিয়ায় যে ভিডিও শেয়ার দিয়েছিলেন, তা নোয়াখালীর যতন সাহাকে খুনের ভিডিও হিসেবে প্রচার করা হলেও আসলে সেটি ছিল ঢাকার মিরপুরের সাহিনুদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার পুরনো ঘটনা। পরে র‌্যাব তাকে আটক করে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। এ মামলার তদন্ত শেষে রুমা সরকারকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন ডিবি পুলিশের এসআই জয়দেব জয়ধর।