ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫

ঋণের সব ফাইল সঠিকভাবে সংরক্ষণের নির্দেশ

  • আপডেট সময় : ০১:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • ৮১ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : ঋণ অনুমােদন বা নবায়নে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রহণ এবং ঋণ ফাইলে যথাযথভাবে সংরক্ষণ করতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি-বিআরপিডি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী বরাবর পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, ‘জনস্বার্থে সংস্থার অনুকূলে ব্যাংক কর্তৃক ঋণ অনুমােদন বা নবায়নের সময় বাধ্যতামূলকভাবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কর্তৃক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও স্টেকহােল্ডারদের জন্য প্রণীত হালনাগাদ পরিদর্শন প্রতিবেদন গ্রহণ করে তা যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করতে হবে। ব্যাংক কর্তৃক ঋণ অনুমােদন বা নবায়নের ক্ষেত্রে অন্য যেসব প্রতিষ্ঠানের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন গ্রহণ করার প্রয়ােজনীয়তা থাকবে, তাও যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ নিশ্চিত করতে হবে।’

‘সিএমএসএমই সেক্টরে কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব বিবেচনায় এবং এ সেক্টরে ঋণের প্রবাহ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক কর্মকা-কে গতিশীল করার লক্ষ্যে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, সিএমএসএমই সেক্টরের কটেজ (সি), মাইক্রো (এম) এবং ক্ষুদ্র (এস) সাব-সেক্টরের যেসব প্রতিষ্ঠান ফিন্যান্সিয়াল রিপাের্টিং আইন, ২০১৫ এর ২ (৮) ধারায় উল্লেখিত সংজ্ঞানুযায়ী জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচিত হবে সেসব প্রতিষ্ঠানের ঋণ অনুমােদন বা নবায়নের সময় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস কর্তৃক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং স্টেকহােল্ডারদের জন্য প্রণীত পরিদর্শন প্রতিবেদন গ্রহণ করে তা বাধ্যতামূলকভাবে আগামী ১ জানুয়ারি ২০২৩ তারিখ হতে যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করতে হবে।’
এতে আরও বলা হয়, ‘উক্ত সার্কুলারের অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ -এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলাে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়ায় বাড়ি ভাঙার ঘটনা: অন্তর্বর্তী সরকার

ঋণের সব ফাইল সঠিকভাবে সংরক্ষণের নির্দেশ

আপডেট সময় : ০১:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১

অর্থনৈতিক প্রতিবেদক : ঋণ অনুমােদন বা নবায়নে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রহণ এবং ঋণ ফাইলে যথাযথভাবে সংরক্ষণ করতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি-বিআরপিডি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী বরাবর পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, ‘জনস্বার্থে সংস্থার অনুকূলে ব্যাংক কর্তৃক ঋণ অনুমােদন বা নবায়নের সময় বাধ্যতামূলকভাবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কর্তৃক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও স্টেকহােল্ডারদের জন্য প্রণীত হালনাগাদ পরিদর্শন প্রতিবেদন গ্রহণ করে তা যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করতে হবে। ব্যাংক কর্তৃক ঋণ অনুমােদন বা নবায়নের ক্ষেত্রে অন্য যেসব প্রতিষ্ঠানের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন গ্রহণ করার প্রয়ােজনীয়তা থাকবে, তাও যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ নিশ্চিত করতে হবে।’

‘সিএমএসএমই সেক্টরে কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব বিবেচনায় এবং এ সেক্টরে ঋণের প্রবাহ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক কর্মকা-কে গতিশীল করার লক্ষ্যে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, সিএমএসএমই সেক্টরের কটেজ (সি), মাইক্রো (এম) এবং ক্ষুদ্র (এস) সাব-সেক্টরের যেসব প্রতিষ্ঠান ফিন্যান্সিয়াল রিপাের্টিং আইন, ২০১৫ এর ২ (৮) ধারায় উল্লেখিত সংজ্ঞানুযায়ী জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচিত হবে সেসব প্রতিষ্ঠানের ঋণ অনুমােদন বা নবায়নের সময় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস কর্তৃক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং স্টেকহােল্ডারদের জন্য প্রণীত পরিদর্শন প্রতিবেদন গ্রহণ করে তা বাধ্যতামূলকভাবে আগামী ১ জানুয়ারি ২০২৩ তারিখ হতে যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করতে হবে।’
এতে আরও বলা হয়, ‘উক্ত সার্কুলারের অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ -এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলাে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।’