ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

প্রেম বিষয়ে নীরবতা ভাঙলেন জাহ্নবী

  • আপডেট সময় : ১২:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বলিউডের তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর প্রেম করছেন, এমন গুঞ্জন প্রায়শই শোনা যায়। এর পেছনে কারণও আছে; বিভিন্ন পার্টিতে তাকে এক বিশেষ যুবকের কাছাকাছি দেখা যায়। তার নাম অরহান অত্রামনি। তাদের মধ্যকার ঘনিষ্ঠতা, ইনস্টাগ্রামে কমেন্ট চালাচালি নানান ইস্যুতে প্রেমের চর্চা চলেই আসে। কিন্তু বিষয়টি নিয়ে জাহ্নবী কখনও প্রতিক্রিয়া জানাননি, ছিলেন নীরব।এবার নীরবতা ভেঙে মুখ খুললেন শ্রীদেবী কন্যা। সরাসরি প্রেমের কথা স্বীকার না করলেও বলেছেন, তিনি অরহানকে খুব বিশ্বাস করেন। তাদের মধ্যকার পরিচয়ও দীর্ঘদিনের।এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, ‘অরিকে (অরহান) অনেক বছর ধরে চিনি। ওর সঙ্গে শুধু অনেক মজা করেছি তা-ই নয়, বন্ধু হিসাবে সব সময় ওর পাশে থেকেছি। অরিও আমাকে উৎসাহ দিয়েছে। ও যখন সঙ্গে থাকে, বাড়ির মতো নিরাপদ অনুভব করি। খুব বিশ্বাস করি ওকে।’নিজেকে ভাগ্যবতী দাবি করে জাহ্নবী বলেছেন, ‘অরির মতো এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার; যে সবসময় বন্ধুদের পাশে থাকে।’এদিকে শুক্রবার (৪ নভেম্বর) মুক্তি পেয়েছে জাহ্নবীর নতুন ছবি ‘মিলি’। তবে ছবিটি বক্স অফিসে সুবিধা করতে পারছে না। প্রথম দুই দিনে ছবিটি মোটে ১ কোটির কাছাকাছি আয় করতে সক্ষম হয়েছে। জানা গেছে, প্রায় ২৫ কোটি রুপি বাজেটে এটি নির্মিত হয়েছে। বক্স অফিসের যা অবস্থা, তাতে বাজেটের ধারেকাছেও যেতে পারবে না বলে ধারণা বিশ্লেষকদের।উল্লেখ্য, ‘মিলি’ নির্মিত হয়েছে ২০১৯ সালের মালায়লাম সিনেমা ‘হেলেন’র রিমেক হিসেবে। এটি পরিচালনা করেছেন সত্রম মুথুকুট্টি জেভিয়ার। এতে জাহ্নবীর বিপরীতে আছেন সানি কৌশল।
জাহ্নবী কাপুর

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেম বিষয়ে নীরবতা ভাঙলেন জাহ্নবী

আপডেট সময় : ১২:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : বলিউডের তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর প্রেম করছেন, এমন গুঞ্জন প্রায়শই শোনা যায়। এর পেছনে কারণও আছে; বিভিন্ন পার্টিতে তাকে এক বিশেষ যুবকের কাছাকাছি দেখা যায়। তার নাম অরহান অত্রামনি। তাদের মধ্যকার ঘনিষ্ঠতা, ইনস্টাগ্রামে কমেন্ট চালাচালি নানান ইস্যুতে প্রেমের চর্চা চলেই আসে। কিন্তু বিষয়টি নিয়ে জাহ্নবী কখনও প্রতিক্রিয়া জানাননি, ছিলেন নীরব।এবার নীরবতা ভেঙে মুখ খুললেন শ্রীদেবী কন্যা। সরাসরি প্রেমের কথা স্বীকার না করলেও বলেছেন, তিনি অরহানকে খুব বিশ্বাস করেন। তাদের মধ্যকার পরিচয়ও দীর্ঘদিনের।এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, ‘অরিকে (অরহান) অনেক বছর ধরে চিনি। ওর সঙ্গে শুধু অনেক মজা করেছি তা-ই নয়, বন্ধু হিসাবে সব সময় ওর পাশে থেকেছি। অরিও আমাকে উৎসাহ দিয়েছে। ও যখন সঙ্গে থাকে, বাড়ির মতো নিরাপদ অনুভব করি। খুব বিশ্বাস করি ওকে।’নিজেকে ভাগ্যবতী দাবি করে জাহ্নবী বলেছেন, ‘অরির মতো এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার; যে সবসময় বন্ধুদের পাশে থাকে।’এদিকে শুক্রবার (৪ নভেম্বর) মুক্তি পেয়েছে জাহ্নবীর নতুন ছবি ‘মিলি’। তবে ছবিটি বক্স অফিসে সুবিধা করতে পারছে না। প্রথম দুই দিনে ছবিটি মোটে ১ কোটির কাছাকাছি আয় করতে সক্ষম হয়েছে। জানা গেছে, প্রায় ২৫ কোটি রুপি বাজেটে এটি নির্মিত হয়েছে। বক্স অফিসের যা অবস্থা, তাতে বাজেটের ধারেকাছেও যেতে পারবে না বলে ধারণা বিশ্লেষকদের।উল্লেখ্য, ‘মিলি’ নির্মিত হয়েছে ২০১৯ সালের মালায়লাম সিনেমা ‘হেলেন’র রিমেক হিসেবে। এটি পরিচালনা করেছেন সত্রম মুথুকুট্টি জেভিয়ার। এতে জাহ্নবীর বিপরীতে আছেন সানি কৌশল।
জাহ্নবী কাপুর