ক্রীড়া ডেস্ক : মৌসুমের শুরু থেকেই ছন্দে নেই লিভারপুল। প্রিমিয়ার লিগে শেষ দুই ম্যাচ হারার পর অবশেষে জয়ে ফিরলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। গত রোববার রাতে টটেনহামের মাঠে খেলতে নেমে মোহাম্মদ সালাহর করা প্রথমার্ধের জোড়া গোলে ২-১ ব্যবধানের জয় তুলে নিতে সক্ষম হয়েছে তারা। এ জয়ের পর ১৩ ম্যাচ খেলে ৫ জয় ও ৪ ড্র এবং ৪ হারে ১৯ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে লিভারপুল। অন্যদিকে ১৪ ম্যাচ খেলে ৮ জয়, ৪ হার এবং ২ ড্র-য়ে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে টটেনহাম। এ ম্যাচে হটস্পার স্টেডিয়ামে খেলতে নেমেই ২ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লিভারপুল। মাঝমাঠ থেকে রবার্টসনের পাস পেয়ে ডি-বক্সের বাম পাশ থেকে শট নেয় নুনেজ। তবে তা লাফ দিয়ে প্রতিহত করে টটেনহাম গোলরক্ষক। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অল রেডসদের। ম্যাচের ১১ মিনিটে রবার্টসনের পাঠানো লং বল আয়ত্তে এনে লেফট উইং দিয়ে বক্সে প্রবেশ করা ডারউইন নুনেজ পাস দেন সালাহকে। এক টাচে বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান মিসরীয় তারকা ফরোওয়ার্ড মোহাম্মদ সালাহ। বিরতির আগে এরিক ডায়ারের এক ভুল থেকে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। ৪০তম মিনিটে অ্যালিসনের নেয়া গোল কিক হেড করে ক্লিয়ার করতে ব্যর্থ হন ডায়ার। ফলে ফাঁকা জায়গায় বল পেয়ে যান সালাহ। বল নিয়ে তিনি এগিয়ে যান বক্সে। লরিসের সামনে এসে চিপ করে বল টটেনহামের জালে জড়ান এই ফরওয়ার্ড। ২-০ গোল নিয়েই বিরতিতে যায় লিভারপুল। কিন্তু মৌসুমের বাকি ম্যাচগুলোর মতো এই ম্যাচেও দ্বিতীয়ার্ধে নতুন রূপে হাজির হয় টটেনহাম হটস্পার্স। এই অর্ধের প্রথম মিনিট থেকেই লিভারপুলকে চাপে রেখে খেলতে শুরু করেন আন্তোনিও কন্তের দল। কাউন্টার অ্যাটাক করে প্রতিটি সেকেন্ডে বল জিতে একের পর এক আক্রমণ করতে থাকে তারা। কিন্তু গোলের দেখা আর পায়নি স্বাগতিকরা। ফলে গোল ভাগ্য পরিবর্তন করতে ৬৮তম মিনিটে দেজান কুলুসেভস্কিকে মাঠে নামান কন্তে। মাঠে নামার পর প্রথম আক্রমণেই হ্যারি কেইনকে দিয়ে গোল করান কুলুসেভস্কি। এ সুইডিশ তারকার বাড়ানো বল নিয়ে অস্বাভাবিক এক অ্যাঙ্গেল থেকে গোল করেন কেইন। তার এই গোলের পর বাকি ২০ মিনিটও আক্রমণে থাকে স্পার্সই। কিন্তু সমতাসূচক গোলের দেখা আর পায়নি স্বাগতিকরা। ২-১ গোলের জয় নিয়ে টেবিলের আটে উঠে এসেছে লিভারপুল।