অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান, আইডিএলসি ফাইন্যান্স, তাদের স্থায়ী কর্পোরেট অফিস নির্মাণ কাজ শুরু করতে চলেছে। আইডিএলসি ফাইন্যান্স এর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইডিএলসির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির এমডি এবং সিইও এম জামাল উদ্দিন ও শান্তা হোল্ডিংস লিমিটেড এর ডিরেক্টর সাইফ খন্দকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিএলসি গ্রূপ এর চেয়ারম্যান আজিজ আল মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাগণ। ভবনটি আইডিএলসির দীর্ঘ ৩৮ বছরের পথচলায় কঠোর অনুশাসন, সঠিক আর্থিক ব্যাবস্থাপনা ও স্থিতিশীলতার প্রতীক হিসেবেই প্রতীয়মান হবে আশা করা হচ্ছে। তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ২০ তলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণকাজ অতিসত্তর শুরু করা হবে।