ঢাকা ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

সাগর-রুনি হত্যার তদন্তে অগ্রগতি আছে : র‌্যাব

  • আপডেট সময় : ০১:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে আদালতের নির্দেশে তদন্তে সময় নিচ্ছে র‌্যাব। তদন্তে বেশ অগ্রগতি আছে। তবে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত শেষ করতে আদালত বার বার সময় দিচ্ছে বলে সংস্থাটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল-মঈন সাংবাদিকদের প্রশ্নে জানিয়েছেন।
গতকাল শনিবার দুপুরে কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের খন্দকার আল-মঈন বলেন, ‘এ ঘটনায় তখন যে আলামত পাওয়া গিয়েছিল সেগুলো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা, সবকিছু মিলিয়ে বর্তমান যে অবস্থা, তা আদালতকে বলেছি; তখন আরও কিছু উইন্ডো থেকে যাচ্ছে বলে আদালত মনে করছেন। আরও কিছু তদন্তের অবকাশ থাকছে। সে উইন্ডোগুলো আদালত মনে করছে, আরও পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করা উচিত।’
তদন্তে কত সময় লাগবে এর সুনির্দিষ্ট টাইমলাইনের বিষয়ে কমান্ডার মঈন বলেন, ‘আমরা যখন প্রতিবেদন আদালতে দিচ্ছি, তখন আদালত সিদ্ধান্ত নিচ্ছেন যে, আমাদের দেওয়া তথ্য-উপাত্ত স্বয়ংসম্পূর্ণ কি-না মামলার রায় ঘোষণার জন্য। আরও তদন্তের প্রয়োজন রয়েছে কি-না, তার প্রেক্ষিতে আদালত আমাদের সময় দিচ্ছেন। আদালত মনে করছে আরও পুঙ্খানুপুঙ্খ, আরও ন্যারো ডাউন করার স্কোপ রয়েছে। অবশ্য তদন্তের অগ্রগতিও আছে। যখনি আমাদের মামলার তারিখ থাকে, তদন্তকারী সংস্থা হিসেবে আদালতে কিছু প্রতিবেদন দিতে হয়। তদন্তের যে অগ্রগতি, সেই প্রতিবেদন আমরা আদালতে জমা দিয়েছি।’
র‌্যাবের এই মুখপাত্র বলেন, ‘বেশ কিছু তথ্য-উপাত্ত আমরা আদালতে জমা দিয়েছি মামলা সংক্রান্ত বিষয়ে। যার প্রেক্ষিতে আদালত আমাদের বলেছে যে, আরও পুঙ্খানুপুঙ্খ তদন্তের অবকাশ রয়েছে। যার কারণে আদালত থেকে আমাদের সময় দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের তদন্তের যে প্রেক্ষাপট, এটি হচ্ছে যে আমরা চাই না যে একজন নিরাপরাধ ব্যক্তি ভিক্টিমাইজ হোক। সঠিক তদন্তের জন্যই মূলত বিভিন্ন সময় আদালত কর্তৃক যে সময় দেওয়া হচ্ছে, সে সময়ের প্রেক্ষিতে আমরা কাজ করে যাচ্ছি।’ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী বেরিয়ে আসবে বলে নিশ্চয়তা দেন র‌্যাবের এই কর্মকর্তা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাগর-রুনি হত্যার তদন্তে অগ্রগতি আছে : র‌্যাব

আপডেট সময় : ০১:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে আদালতের নির্দেশে তদন্তে সময় নিচ্ছে র‌্যাব। তদন্তে বেশ অগ্রগতি আছে। তবে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত শেষ করতে আদালত বার বার সময় দিচ্ছে বলে সংস্থাটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল-মঈন সাংবাদিকদের প্রশ্নে জানিয়েছেন।
গতকাল শনিবার দুপুরে কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের খন্দকার আল-মঈন বলেন, ‘এ ঘটনায় তখন যে আলামত পাওয়া গিয়েছিল সেগুলো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা, সবকিছু মিলিয়ে বর্তমান যে অবস্থা, তা আদালতকে বলেছি; তখন আরও কিছু উইন্ডো থেকে যাচ্ছে বলে আদালত মনে করছেন। আরও কিছু তদন্তের অবকাশ থাকছে। সে উইন্ডোগুলো আদালত মনে করছে, আরও পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করা উচিত।’
তদন্তে কত সময় লাগবে এর সুনির্দিষ্ট টাইমলাইনের বিষয়ে কমান্ডার মঈন বলেন, ‘আমরা যখন প্রতিবেদন আদালতে দিচ্ছি, তখন আদালত সিদ্ধান্ত নিচ্ছেন যে, আমাদের দেওয়া তথ্য-উপাত্ত স্বয়ংসম্পূর্ণ কি-না মামলার রায় ঘোষণার জন্য। আরও তদন্তের প্রয়োজন রয়েছে কি-না, তার প্রেক্ষিতে আদালত আমাদের সময় দিচ্ছেন। আদালত মনে করছে আরও পুঙ্খানুপুঙ্খ, আরও ন্যারো ডাউন করার স্কোপ রয়েছে। অবশ্য তদন্তের অগ্রগতিও আছে। যখনি আমাদের মামলার তারিখ থাকে, তদন্তকারী সংস্থা হিসেবে আদালতে কিছু প্রতিবেদন দিতে হয়। তদন্তের যে অগ্রগতি, সেই প্রতিবেদন আমরা আদালতে জমা দিয়েছি।’
র‌্যাবের এই মুখপাত্র বলেন, ‘বেশ কিছু তথ্য-উপাত্ত আমরা আদালতে জমা দিয়েছি মামলা সংক্রান্ত বিষয়ে। যার প্রেক্ষিতে আদালত আমাদের বলেছে যে, আরও পুঙ্খানুপুঙ্খ তদন্তের অবকাশ রয়েছে। যার কারণে আদালত থেকে আমাদের সময় দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের তদন্তের যে প্রেক্ষাপট, এটি হচ্ছে যে আমরা চাই না যে একজন নিরাপরাধ ব্যক্তি ভিক্টিমাইজ হোক। সঠিক তদন্তের জন্যই মূলত বিভিন্ন সময় আদালত কর্তৃক যে সময় দেওয়া হচ্ছে, সে সময়ের প্রেক্ষিতে আমরা কাজ করে যাচ্ছি।’ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী বেরিয়ে আসবে বলে নিশ্চয়তা দেন র‌্যাবের এই কর্মকর্তা।