ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

উহানের গবেষণাগার থেকে করোনা ছড়ায়নি: অস্ট্রেলীয় বিজ্ঞানী

  • আপডেট সময় : ১২:১৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • ৬২ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : বিজ্ঞানীদের একটি বড় অংশের অনুমান, চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি প্রতিষ্ঠান থেকেই ছড়িয়েছে করোনাভাইরাস। কিন্তু উহান ইনস্টিটিউটে কাজ করা অস্ট্রেলীয় বিজ্ঞানী এক সাক্ষাৎকারে বলেছেন, ওই প্রতিষ্ঠানে কাজ করলেও কোনো গোলমাল টের পাননি তিনি। অস্ট্রেলীয় ভাইরোলজিস্ট ড্যানিয়েল অ্যান্ডারসন ওই উহান ইনস্টিটিউটে গবেষণা করেছেন ২০১৯ সালের নভেম্বরেও। প্রতিষ্ঠানের অতি-বিতর্কিত বিএসএল-৪ ল্যাবে তাঁর যাতায়াত ছিল। এখানে পৃথিবীর বেশ কিছু মারণ ভাইরাস নিয়ে কাজ হয়। বিতর্কিত কিছু চোখে পড়েনি তাঁর। ল্যাবের একমাত্র বিদেশি গবেষক জানিয়েছেন, যথেষ্ট সুরক্ষাবিধি পালন করা হয়। মাথা থেকে পা পর্যন্ত ঢাকা বস্ত্র পরে তবেই ঢোকা যায় ল্যাবে। বিশ্বের একাংশের সন্দেহ, ওই ল্যাবের কোনো কর্মী হয়তো সার্স-কোভ-২-এ সংক্রমিত হয়েছিলেন। তাঁর থেকে ছড়িয়েছিল ভাইরাস। ২০১৯ সালের নভেম্বরে উহান ইনস্টিটিউটের তিন বিজ্ঞানীর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তির খবর সম্প্রতি প্রকাশ্যে আসে। তারপর ওই ধারণা আরও জোরদার হয়। কিন্তু অ্যান্ডারসন জানিয়েছেন, কোনো কর্মীর সংক্রমিত হওয়ার আশঙ্কা খুবই কম। তাছাড়া, তিনি এ জাতীয় কোনো খবর পাননি। নিজেও সংক্রমিত হননি কখনো। উহান ইনস্টিটিউটের ডিরেক্টর শি ঝেংলি অ্যান্ডারসনের দীর্ঘদিনের বন্ধু-সহকর্মী। এখন মেলবোর্নে একটি গবেষণাগারে কাজ করছেন অ্যান্ডারসন। উহান ইনস্টিটিউটের সঙ্গে যৌথ উদ্যোগে গবেষণা করছেন ২০১৬ সাল থেকে। সিঙ্গাপুরের একটি বায়োসেফটি ল্যাবে ডিরেক্টর ছিলেন। যুক্তরাষ্ট্রের একটি সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে অ্যান্ডারসন বলেন, ‘অন্য হাই-কন্টেনমেন্ট গবেষণাগারে যেভাবে কাজ হয়, ওখানেও তাই হয়। আলাদা কিছু নয়।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

উহানের গবেষণাগার থেকে করোনা ছড়ায়নি: অস্ট্রেলীয় বিজ্ঞানী

আপডেট সময় : ১২:১৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১

প্রত্যাশা ডেস্ক : বিজ্ঞানীদের একটি বড় অংশের অনুমান, চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি প্রতিষ্ঠান থেকেই ছড়িয়েছে করোনাভাইরাস। কিন্তু উহান ইনস্টিটিউটে কাজ করা অস্ট্রেলীয় বিজ্ঞানী এক সাক্ষাৎকারে বলেছেন, ওই প্রতিষ্ঠানে কাজ করলেও কোনো গোলমাল টের পাননি তিনি। অস্ট্রেলীয় ভাইরোলজিস্ট ড্যানিয়েল অ্যান্ডারসন ওই উহান ইনস্টিটিউটে গবেষণা করেছেন ২০১৯ সালের নভেম্বরেও। প্রতিষ্ঠানের অতি-বিতর্কিত বিএসএল-৪ ল্যাবে তাঁর যাতায়াত ছিল। এখানে পৃথিবীর বেশ কিছু মারণ ভাইরাস নিয়ে কাজ হয়। বিতর্কিত কিছু চোখে পড়েনি তাঁর। ল্যাবের একমাত্র বিদেশি গবেষক জানিয়েছেন, যথেষ্ট সুরক্ষাবিধি পালন করা হয়। মাথা থেকে পা পর্যন্ত ঢাকা বস্ত্র পরে তবেই ঢোকা যায় ল্যাবে। বিশ্বের একাংশের সন্দেহ, ওই ল্যাবের কোনো কর্মী হয়তো সার্স-কোভ-২-এ সংক্রমিত হয়েছিলেন। তাঁর থেকে ছড়িয়েছিল ভাইরাস। ২০১৯ সালের নভেম্বরে উহান ইনস্টিটিউটের তিন বিজ্ঞানীর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তির খবর সম্প্রতি প্রকাশ্যে আসে। তারপর ওই ধারণা আরও জোরদার হয়। কিন্তু অ্যান্ডারসন জানিয়েছেন, কোনো কর্মীর সংক্রমিত হওয়ার আশঙ্কা খুবই কম। তাছাড়া, তিনি এ জাতীয় কোনো খবর পাননি। নিজেও সংক্রমিত হননি কখনো। উহান ইনস্টিটিউটের ডিরেক্টর শি ঝেংলি অ্যান্ডারসনের দীর্ঘদিনের বন্ধু-সহকর্মী। এখন মেলবোর্নে একটি গবেষণাগারে কাজ করছেন অ্যান্ডারসন। উহান ইনস্টিটিউটের সঙ্গে যৌথ উদ্যোগে গবেষণা করছেন ২০১৬ সাল থেকে। সিঙ্গাপুরের একটি বায়োসেফটি ল্যাবে ডিরেক্টর ছিলেন। যুক্তরাষ্ট্রের একটি সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে অ্যান্ডারসন বলেন, ‘অন্য হাই-কন্টেনমেন্ট গবেষণাগারে যেভাবে কাজ হয়, ওখানেও তাই হয়। আলাদা কিছু নয়।’