ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

নভেম্বরেও ঘূর্ণিঝড়ের আভাস

  • আপডেট সময় : ০২:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঃ অক্টোবরে সিত্রাংয়ের আঘাতের পর নভেম্বর মাসেও ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বুধবার নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাস জানিয়ে বলেন, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে; এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আগের মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং ২৪ অক্টোবর রাতে বাংলাদেশ উপকূল অতিক্রম করে। সেই ঝড়ে অন্তত ৩৩ জনের প্রাণহানি ঘটে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবর মাসে সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৪২ দশমিক ৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। অতি ভারি বর্ষণ ঘটিয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং । সেসময় বরিশালে দেশের সর্বোচ্চ ৩২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। নভেম্বরের শুরুতে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের খবর মেলেনি। পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা হতে পারে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নভেম্বরেও ঘূর্ণিঝড়ের আভাস

আপডেট সময় : ০২:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক ঃ অক্টোবরে সিত্রাংয়ের আঘাতের পর নভেম্বর মাসেও ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বুধবার নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাস জানিয়ে বলেন, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে; এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আগের মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং ২৪ অক্টোবর রাতে বাংলাদেশ উপকূল অতিক্রম করে। সেই ঝড়ে অন্তত ৩৩ জনের প্রাণহানি ঘটে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবর মাসে সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৪২ দশমিক ৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। অতি ভারি বর্ষণ ঘটিয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং । সেসময় বরিশালে দেশের সর্বোচ্চ ৩২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। নভেম্বরের শুরুতে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের খবর মেলেনি। পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা হতে পারে।