ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

তুরস্কের সঙ্গে ইউক্রেনের আলোচনা

  • আপডেট সময় : ১২:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • ১২১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার তরফে খাদ্যশস্য চুক্তি স্থগিতের ঘোষণার পর তুরস্কের সঙ্গে আলোচনা করেছে ইউক্রেন। গতকাল মঙ্গলবার ফোনে তুর্কিয়ের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকরের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের অন্তত দুই জন মন্ত্রী। এ সময় তারা বিদ্যমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।এদিন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এবং অবকাঠামোমন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন। ফোনালাপে হুলুসি আকর বলেন, খাদ্যশস্যের চালান সম্পূর্ণ মানবিক একটি বিষয়। ফলে এটিকে সংঘাত থেকে আলাদা রাখা উচিত।শস্য চুক্তির সর্বশেষ পরিস্থিতিও পর্যালোচনা করেন দুই দেশের মন্ত্রীরা। এই চুক্তির আওতায় তুরস্কের প্রণালী হয়ে এ পর্যন্ত প্রায় ১০ মিলিয়ন টন খাদ্যশস্য পরিবহন করা হয়েছে।তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বলেন, খাদ্যশস্য সংক্রান্ত এই চুক্তির স্থায়িত্ব অপরিহার্য। কেননা, এটি খাদ্য সংকটের কবল থেকে বিশ্বকে রক্ষায় বড় অবদান রেখেছে। একইসঙ্গে এই চুক্তি প্রমাণ করেছে যে, সহযোগিতা ও আলোচনার মাধ্যমে বহু সমস্যার সমাধান করা সম্ভবএই অঞ্চলে শান্তি স্থাপনে অতীতের মতো আগামী দিনগুলোতেও আঙ্কারা সচেষ্ট থাকবে বলে জানান হুলুসি আকর।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অনির্দিষ্টকাল কর্মবিরতির ডাক প্রাথমিক শিক্ষকদের

তুরস্কের সঙ্গে ইউক্রেনের আলোচনা

আপডেট সময় : ১২:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার তরফে খাদ্যশস্য চুক্তি স্থগিতের ঘোষণার পর তুরস্কের সঙ্গে আলোচনা করেছে ইউক্রেন। গতকাল মঙ্গলবার ফোনে তুর্কিয়ের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকরের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের অন্তত দুই জন মন্ত্রী। এ সময় তারা বিদ্যমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।এদিন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এবং অবকাঠামোমন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন। ফোনালাপে হুলুসি আকর বলেন, খাদ্যশস্যের চালান সম্পূর্ণ মানবিক একটি বিষয়। ফলে এটিকে সংঘাত থেকে আলাদা রাখা উচিত।শস্য চুক্তির সর্বশেষ পরিস্থিতিও পর্যালোচনা করেন দুই দেশের মন্ত্রীরা। এই চুক্তির আওতায় তুরস্কের প্রণালী হয়ে এ পর্যন্ত প্রায় ১০ মিলিয়ন টন খাদ্যশস্য পরিবহন করা হয়েছে।তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বলেন, খাদ্যশস্য সংক্রান্ত এই চুক্তির স্থায়িত্ব অপরিহার্য। কেননা, এটি খাদ্য সংকটের কবল থেকে বিশ্বকে রক্ষায় বড় অবদান রেখেছে। একইসঙ্গে এই চুক্তি প্রমাণ করেছে যে, সহযোগিতা ও আলোচনার মাধ্যমে বহু সমস্যার সমাধান করা সম্ভবএই অঞ্চলে শান্তি স্থাপনে অতীতের মতো আগামী দিনগুলোতেও আঙ্কারা সচেষ্ট থাকবে বলে জানান হুলুসি আকর।