ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

২০২৩ সালে সরকারি ছুটি ২২দিন, ৮ দিনই শুক্র ও শনিবার

  • আপডেট সময় : ০৩:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • ১২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে আগামী বছর মোট ছুটি হচ্ছে ২২ দিন। তবে এই ২২ দিনের মধ্যে ৮ দিনই পড়েছে শুক্র ও শনিবার।
গতকাল সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটির এই তালিকা অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মোট ২২ দিনের ছুটির মধ্যে ১৪দিন সাধারণ ছুটি। আর আট দিন নির্বাহী আদেশে ছুটি। যেমন বাংলা নববর্ষের ছুটি।
এবার প্রকৃতপক্ষে ছুটি কমছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বছরের ছুটির মধ্যে ছয় দিন ছিল শুক্র ও শনিবার। আর আগামী বছরের ছুটির মধ্যে শুক্র ও শনিবার পড়েছে আট দিন।
৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস : মন্ত্রিসভার বৈঠকে প্রতিবছর ৪ নভেম্বরকে ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে দিনটি উদ্যাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ–সংক্রান্ত পরিপত্রের ‘ক’ ক্রমিকে বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অর্থাৎ দিনটি অত্যন্ত গুরুত্ব দিয়ে পালন করা হবে। উল্লেখ, ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান রচনা ও বিধিবদ্ধ করে সমবেতভাবে গ্রহণ করা হয়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এবার ‘কাকতাড়ুয়া দহন’ কর্মসূচি ঘোষণা করলেন কারিগরির শিক্ষার্থীরা

২০২৩ সালে সরকারি ছুটি ২২দিন, ৮ দিনই শুক্র ও শনিবার

আপডেট সময় : ০৩:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : ২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে আগামী বছর মোট ছুটি হচ্ছে ২২ দিন। তবে এই ২২ দিনের মধ্যে ৮ দিনই পড়েছে শুক্র ও শনিবার।
গতকাল সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটির এই তালিকা অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মোট ২২ দিনের ছুটির মধ্যে ১৪দিন সাধারণ ছুটি। আর আট দিন নির্বাহী আদেশে ছুটি। যেমন বাংলা নববর্ষের ছুটি।
এবার প্রকৃতপক্ষে ছুটি কমছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বছরের ছুটির মধ্যে ছয় দিন ছিল শুক্র ও শনিবার। আর আগামী বছরের ছুটির মধ্যে শুক্র ও শনিবার পড়েছে আট দিন।
৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস : মন্ত্রিসভার বৈঠকে প্রতিবছর ৪ নভেম্বরকে ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে দিনটি উদ্যাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ–সংক্রান্ত পরিপত্রের ‘ক’ ক্রমিকে বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অর্থাৎ দিনটি অত্যন্ত গুরুত্ব দিয়ে পালন করা হবে। উল্লেখ, ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান রচনা ও বিধিবদ্ধ করে সমবেতভাবে গ্রহণ করা হয়।