ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

স্যুটকেসে জীবিত কুমির, বিমানবন্দরের এক্স-রে মেশিনে শনাক্ত

  • আপডেট সময় : ০২:২৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : দেশের বাইরে যাওয়ার সময় প্রায় সবাই নিজের প্রয়োজনীয় জিনিসপত্র স্যুটকেসে নিয়ে থাকেন। কখনও কি শুনেছেন, স্যুটকেসে জীবিত কুমির ভরে নিয়ে যাওয়ার ঘটনা? হ্যাঁ, এমনটাই হয়েছে। জার্মানির মিউনিখ বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে বলে শুক্রবার (২৮ অক্টোবর) ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়।
৪২ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মিউনিখ বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে তল্লাশির সময় তার স্যুটকেস এক্স-রে স্ক্যানারে নেওয়া হলে জীবিত কুমির পাওয়া যায়।
এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সেটা গণমাধ্যমে উঠে আসে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, কু-লী পাকিয়ে কুমিরটি স্যুটকেসে রাখা হয়েছে। এর সারা গায়ে কাগজে জড়ানো। মুখ টেপ দিয়ে বাঁধা আর নাকের অংশ অনাবৃত। ত্বক ধবধবে সাদা।
বিশ্বজুড়ে প্রায় ২০০ সাদা রংয়ের কুমির রয়েছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ওই নাগরিক কুমিরটি বিক্রির জন্য সিঙ্গাপুর নিয়ে যাচ্ছিলেন। দেশটিতে উচ্চ দামে বিক্রি হয়ে থাকে এসব কুমির।
বিমানবন্দরের কাস্টমস জানিয়েছে, কুমির উদ্ধারের পর ওই নাগরিকের মুঠোফোন জব্দ করা হয়। এছাড়া তার বিরুদ্ধে মামলা হয়। জার্মানির বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের ওই নাগরিক কুমির বহন করে অপরাধ করেছেন। তার বিরুদ্ধে করা সেই মামলা তদন্ত ও আইনি প্রক্রিয়ায় রয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

স্যুটকেসে জীবিত কুমির, বিমানবন্দরের এক্স-রে মেশিনে শনাক্ত

আপডেট সময় : ০২:২৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২

বিদেশের খবর ডেস্ক : দেশের বাইরে যাওয়ার সময় প্রায় সবাই নিজের প্রয়োজনীয় জিনিসপত্র স্যুটকেসে নিয়ে থাকেন। কখনও কি শুনেছেন, স্যুটকেসে জীবিত কুমির ভরে নিয়ে যাওয়ার ঘটনা? হ্যাঁ, এমনটাই হয়েছে। জার্মানির মিউনিখ বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে বলে শুক্রবার (২৮ অক্টোবর) ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়।
৪২ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মিউনিখ বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে তল্লাশির সময় তার স্যুটকেস এক্স-রে স্ক্যানারে নেওয়া হলে জীবিত কুমির পাওয়া যায়।
এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সেটা গণমাধ্যমে উঠে আসে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, কু-লী পাকিয়ে কুমিরটি স্যুটকেসে রাখা হয়েছে। এর সারা গায়ে কাগজে জড়ানো। মুখ টেপ দিয়ে বাঁধা আর নাকের অংশ অনাবৃত। ত্বক ধবধবে সাদা।
বিশ্বজুড়ে প্রায় ২০০ সাদা রংয়ের কুমির রয়েছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ওই নাগরিক কুমিরটি বিক্রির জন্য সিঙ্গাপুর নিয়ে যাচ্ছিলেন। দেশটিতে উচ্চ দামে বিক্রি হয়ে থাকে এসব কুমির।
বিমানবন্দরের কাস্টমস জানিয়েছে, কুমির উদ্ধারের পর ওই নাগরিকের মুঠোফোন জব্দ করা হয়। এছাড়া তার বিরুদ্ধে মামলা হয়। জার্মানির বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের ওই নাগরিক কুমির বহন করে অপরাধ করেছেন। তার বিরুদ্ধে করা সেই মামলা তদন্ত ও আইনি প্রক্রিয়ায় রয়েছে।