গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়িতে এক মাদ্রাসার নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে। কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, মেয়েটির মায়ের দায়ের করা মামলায় শনিবার সন্ধ্যায় অলি মিয়াকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অলি মিয়া (৪৩) কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদরের ধনাই মিয়ার ছেলে। ওসি বলেন, নয় বছর বয়সী ওই শিক্ষার্থী তিন মাস আগে কোনাবাড়ি এলাকায় স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণীতে ভর্তি হয়। এক সপ্তাহ আগে মাদ্রাসার নিরাপত্তা কর্মী অলি মিয়া মেয়েটিকে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে। সম্প্রতি শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাকে ঘটনাটি জানায়।