ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

অ্যানফিল্ডে ২৯ ম্যাচ পর হারল লিভারপুল

  • আপডেট সময় : ১১:৩৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে সহজেই নকআউট পর্ব নিশ্চিত করা লিভারপুলের প্রিমিয়ার লিগে অবস্থান ক্রমেই আরও নড়বড়ে হচ্ছে। এবার দলটিকে তাদেরই মাঠে হারিয়ে দিয়েছে লিডস ইউনাইটেড। অ্যানফিল্ডে শনিবার রাতে পয়েন্ট তালিকার নিচের দিকের দলটির বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর দ্রুতই ঘুরে দাঁড়িয়েছিল ইয়ুর্গেন ক্লপের দল। তবে শেষ মুহূর্তে গোল হজম করে হেরে বসে ২-১ গোলে। লিগে টানা দুই ম্যাচে হারল লিভারপুল। আসরে এই নিয়ে তারা হারল চতুর্থবার। মৌসুমের শুরু থেকে ছন্দ খুঁজে ফিরলেও ঘরের মাঠে লিভারপুল অপরাজিতই ছিল। এবার সেটাও শেষ হয়ে গেল। শীর্ষ লিগে ঘরের মাঠে সবশেষ ৩০ ম্যাচে এটিই তাদের প্রথম হার। ম্যাচের শুরুর দিকে হাস্যকর ভুলে দলকে বিপদে ফেলে দেন জো গোমেজ। চতুর্থ মিনিটে ডান দিকের বাইলাইনের কাছ থেকে প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে ডি-বক্সে ব্যাকপাস দিলেন এই ইংলিশ ডিফেন্ডার। ঠিকমতো দেখলেনও না গোলরক্ষক আলিসনের পজিশন! ছয় গজ বক্সের বাইরে ফাঁকায় বল পেয়ে বিনা বাধায় ছুটে গিয়ে ফাঁকা জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড রদ্রিগো মরেনো। ১০ মিনিট পর দলকে সমতায় ফেরান মোহামেদ সালাহ। বাঁ দিক থেকে অ্যান্ডি রবার্টসনের ক্রসে ছয় গজ বক্সের মুখ থেকে ভলিতে গোলটি করেন মিশরের ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঢেউ বইয়ে দেয় লিভারপুল। কিন্তু প্রতিপক্ষের দেয়াল আর ভাঙতে পারেনি তারা। লিডসের ফরাসি গোলরক্ষক ইলান মেলিয়ে দারুণ সব সেভ করে দলকে লড়াইয়ে রাখেন। এরপরই ৮৯তম মিনিটে লিভারপুলকে স্তব্ধ করে দেন ক্রিজেনসিও সামারভিল। ডি-বক্সে প্রতিপক্ষের দুজনের মধ্যে দিয়ে একটু বাঁ দিকে সরে গিয়ে কোনাকুনি শটে গোলটি করেন ২০ বছর বয়সী ডাচ ফরোয়ার্ড। ১২ ম্যাচে চারটি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে লিভারপুল। আর রোমাঞ্চকর এই জয়ে অবনমন অঞ্চল থেকে উঠে এসেছে লিডস। ১২ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে তারা। দিনের প্রথম ম্যাচে লেস্টার সিটিকে ১-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে নিউকাসল ইউনাইটেড। আরেক ম্যাচে ব্রাইটনের মাঠে ৪-১ গোলে হারা চেলসি ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অ্যানফিল্ডে ২৯ ম্যাচ পর হারল লিভারপুল

আপডেট সময় : ১১:৩৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে সহজেই নকআউট পর্ব নিশ্চিত করা লিভারপুলের প্রিমিয়ার লিগে অবস্থান ক্রমেই আরও নড়বড়ে হচ্ছে। এবার দলটিকে তাদেরই মাঠে হারিয়ে দিয়েছে লিডস ইউনাইটেড। অ্যানফিল্ডে শনিবার রাতে পয়েন্ট তালিকার নিচের দিকের দলটির বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর দ্রুতই ঘুরে দাঁড়িয়েছিল ইয়ুর্গেন ক্লপের দল। তবে শেষ মুহূর্তে গোল হজম করে হেরে বসে ২-১ গোলে। লিগে টানা দুই ম্যাচে হারল লিভারপুল। আসরে এই নিয়ে তারা হারল চতুর্থবার। মৌসুমের শুরু থেকে ছন্দ খুঁজে ফিরলেও ঘরের মাঠে লিভারপুল অপরাজিতই ছিল। এবার সেটাও শেষ হয়ে গেল। শীর্ষ লিগে ঘরের মাঠে সবশেষ ৩০ ম্যাচে এটিই তাদের প্রথম হার। ম্যাচের শুরুর দিকে হাস্যকর ভুলে দলকে বিপদে ফেলে দেন জো গোমেজ। চতুর্থ মিনিটে ডান দিকের বাইলাইনের কাছ থেকে প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে ডি-বক্সে ব্যাকপাস দিলেন এই ইংলিশ ডিফেন্ডার। ঠিকমতো দেখলেনও না গোলরক্ষক আলিসনের পজিশন! ছয় গজ বক্সের বাইরে ফাঁকায় বল পেয়ে বিনা বাধায় ছুটে গিয়ে ফাঁকা জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড রদ্রিগো মরেনো। ১০ মিনিট পর দলকে সমতায় ফেরান মোহামেদ সালাহ। বাঁ দিক থেকে অ্যান্ডি রবার্টসনের ক্রসে ছয় গজ বক্সের মুখ থেকে ভলিতে গোলটি করেন মিশরের ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঢেউ বইয়ে দেয় লিভারপুল। কিন্তু প্রতিপক্ষের দেয়াল আর ভাঙতে পারেনি তারা। লিডসের ফরাসি গোলরক্ষক ইলান মেলিয়ে দারুণ সব সেভ করে দলকে লড়াইয়ে রাখেন। এরপরই ৮৯তম মিনিটে লিভারপুলকে স্তব্ধ করে দেন ক্রিজেনসিও সামারভিল। ডি-বক্সে প্রতিপক্ষের দুজনের মধ্যে দিয়ে একটু বাঁ দিকে সরে গিয়ে কোনাকুনি শটে গোলটি করেন ২০ বছর বয়সী ডাচ ফরোয়ার্ড। ১২ ম্যাচে চারটি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে লিভারপুল। আর রোমাঞ্চকর এই জয়ে অবনমন অঞ্চল থেকে উঠে এসেছে লিডস। ১২ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে তারা। দিনের প্রথম ম্যাচে লেস্টার সিটিকে ১-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে নিউকাসল ইউনাইটেড। আরেক ম্যাচে ব্রাইটনের মাঠে ৪-১ গোলে হারা চেলসি ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।