ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

সিরিয়ায় ইরানি স্থাপনায় আবারও বিমান হামলা ইসরায়েলের

  • আপডেট সময় : ০১:০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো অবৈধভাবে হামলা চালালো দেশটি। সিরিয়ার সামরিক বাহিনী বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে দামেস্কের আশপাশে কয়েকটি স্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। তবে বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র আগ্রাসনের মোকাবিলা করেছে এবং বেশির ভাগ ধ্বংস করতে সক্ষম হয়। ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত শুক্র ও সোমবার একইভাবে বিমান হামলা চালালে এক সেনা আহত হন বলে দাবি করে সিরীয় সেনাবাহিনী। তেল আবিব দাবি করেছে, সিরিয়ার মিত্র ইরানের ঘাঁটি লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীকে সমর্থনে দেশটিতে কয়েক হাজার সেনা পাঠিয়েছে ইরান। যদিও এ প্রসঙ্গে দামেস্ক ও তেহরানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যে ভাইকে জেল থেকে বের করেছি, সেই আমার স্ত্রী-সন্তানদের হত্যা করল…

সিরিয়ায় ইরানি স্থাপনায় আবারও বিমান হামলা ইসরায়েলের

আপডেট সময় : ০১:০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো অবৈধভাবে হামলা চালালো দেশটি। সিরিয়ার সামরিক বাহিনী বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে দামেস্কের আশপাশে কয়েকটি স্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। তবে বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র আগ্রাসনের মোকাবিলা করেছে এবং বেশির ভাগ ধ্বংস করতে সক্ষম হয়। ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত শুক্র ও সোমবার একইভাবে বিমান হামলা চালালে এক সেনা আহত হন বলে দাবি করে সিরীয় সেনাবাহিনী। তেল আবিব দাবি করেছে, সিরিয়ার মিত্র ইরানের ঘাঁটি লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীকে সমর্থনে দেশটিতে কয়েক হাজার সেনা পাঠিয়েছে ইরান। যদিও এ প্রসঙ্গে দামেস্ক ও তেহরানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।