ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

এবার কলকাতার দর্শকরা দেখবেন ‘হাওয়া’ ও ‘পরাণ’

  • আপডেট সময় : ১১:৪৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : এবার কলকাতার দর্শকরা দেখবেন হাওয়া ও পরাণের মতো ঢাকাই ব্লকবাস্টার সিনেমা। আগামী ২৯ অক্টোবর কলকাতায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। উৎসবে বাংলাদেশের ৩৭টি ছবি দেখানো হবে। এই তালিকার শুরুর দিকেই রয়েছে হাওয়া ও পরাণ চলচ্চিত্রটি। এ ছাড়া উল্লেখযোগ্য ছবি হচ্ছে, হাসিনা এ ডটারস টেল, গুণীন, চিরঞ্জীব মুজিব, কালবেলা, বিউটি সার্কাস, শাটল ট্রেন, লাল মোরগের ঝুঁটি, গলুই ও নবাব এলএলবি। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের ব্যবস্থাপনায় কলকাতার রবীন্দ্র সদনে চতুর্থবারের মতো হচ্ছে এই উৎসব। বুধবার কলকাতা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য-প্রযুক্তি এবং পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয়। বিশেষ অতিথি থাকবেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। এ ছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম এবং উৎসবে অংশ নেওয়া চলচ্চিত্রের শিল্পীরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এবার কলকাতার দর্শকরা দেখবেন ‘হাওয়া’ ও ‘পরাণ’

আপডেট সময় : ১১:৪৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

বিনোদন প্রতিবেদক : এবার কলকাতার দর্শকরা দেখবেন হাওয়া ও পরাণের মতো ঢাকাই ব্লকবাস্টার সিনেমা। আগামী ২৯ অক্টোবর কলকাতায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। উৎসবে বাংলাদেশের ৩৭টি ছবি দেখানো হবে। এই তালিকার শুরুর দিকেই রয়েছে হাওয়া ও পরাণ চলচ্চিত্রটি। এ ছাড়া উল্লেখযোগ্য ছবি হচ্ছে, হাসিনা এ ডটারস টেল, গুণীন, চিরঞ্জীব মুজিব, কালবেলা, বিউটি সার্কাস, শাটল ট্রেন, লাল মোরগের ঝুঁটি, গলুই ও নবাব এলএলবি। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের ব্যবস্থাপনায় কলকাতার রবীন্দ্র সদনে চতুর্থবারের মতো হচ্ছে এই উৎসব। বুধবার কলকাতা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য-প্রযুক্তি এবং পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয়। বিশেষ অতিথি থাকবেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। এ ছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম এবং উৎসবে অংশ নেওয়া চলচ্চিত্রের শিল্পীরা।