নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সেনা কল্যাণ ট্রাস্টের নামে চুক্তিভিত্তিক চাকরির ভুয়া বিজ্ঞপ্তি ও নিয়োগপত্র দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বুধবার ভোরে ঢাকার বনানী এলাকায় তাদের গ্রেপ্তারের কথা জানান র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক। তিনি বলেন, গাজীপুর সেনা কল্যাণ ট্রাস্টের নামে চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেন রুবেল আহম্মেদ (৩৫) ও মো. হারুন অর রশিদ (৪৩)। “তারা সুপার ভাইজার পদে ৪২ মাসের চুক্তিতে নিয়োগ, ২২ হাজার টাকা মাসিক বেতন, থাকা-খাওয়া ফ্রিসহ নানা সুযোগ-সুবিধা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে। পরবর্তীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেন।” র্যাব জানায়, অভিযোগ পাওয়ার পরে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চাকরির ভুয়া বিজ্ঞপ্তি ও সেনা কল্যাণ ট্রাস্টের নামে ২২টি ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়।
ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ২
ট্যাগস :
ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ আত্মসাৎ
জনপ্রিয় সংবাদ