ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টির বোলিং র্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। গতকাল বুধবার হালনাগাদকৃত র্যাংকিংয়ে অজি পেসার জশ হ্যাজেলউডকে টপকে গেছেন তিনি। রশিদের বর্তমান রেটিং পয়েন্ট ৭০২, আর হ্যাজেলউডের ৬৯৯। এরপরের চারজনও স্পিনার- মুজিব উর রহমান জাদরান, মহেস থিকশানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অ্যাডাম জ্যাম্পা। এছাড়া স্যাম কারান অষ্টম, আদিল রশিদ নবম ও ভুবনেশ্বর কুমার দশম স্থানে রয়েছে। ভারতের বিপক্ষে মহারণে ‘গোল্ডোন ডাক’ মেরেছিলেন পাক অধিনায়ক বাবর আজম। তাই ব্যাটিং র্যাংকিংয়ে এক ধাপ অবনতি হয়েছে তাঁর। বাবর ও সূর্যকুমার যাদবকে টপকে দুইয়ে উঠে গেছেন কিউই ব্যাটার ডেভন কনওয়ে। যথারীতি শীর্ষে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।
জনপ্রিয় সংবাদ