বিনোদন ডেস্ক : তারকা দম্পতি হোক আর সাধারণই হোক- সবার পারিবারিক ছবি যে প্রায় একই রকম, এটা দীপাবলিতে প্রমাণ করলেন কারিনা কাপুর ও সাইফ আলী খান। দীপাবলিতে এই দম্পতির দুই সন্তানসহ একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, মেঝেতে শুয়ে কাঁদছে জেহ, সাইফ-কারিনা ব্যস্ত ছবি তুলতে। ভাইকে গড়াগড়ি খেতে দেখে হেসে অস্থির তৈমুর। দীপাবলি উপলক্ষে বলিউড মেতেছিল পার্টিতে। কৃতি শ্যানন, মণীশ মালহোত্রা, ভূমি পেডনেকর, একতা কাপুর থেকে শুরু করে রানি মুখার্জি, অমিতাভ বচ্চন পার্টি দিয়ে যাচ্ছেন। তবে এদিকে বাড়িতেই দীপাবলি উদযাপন করলেন কারিনা ও সাইফ। এদিন তাঁদের বাড়িতে হাজির ছিলেন সাইফের বোন সোহা আলী খান ও তাঁর স্বামী অভিনেতা কুণাল খেমু। দীপাবলির সকালে কারিনাকে দেখা গেল কালো সালোয়ার কামিজে। রাতে তিনি বেছে নিয়েছেন লাল রঙের ওপর সোনালি জরির কাজের সালোয়ার-কামিজ। সাইফ অবশ্য দুই বেলাই পরেছিলেন কালো রঙের পাঞ্জাবি ও সাদা প্যান্ট। সোহা পরেছিলেন হলুদ রঙের সালোয়ার-কামিজ ও কুণালের পরনে ছিল কালো পাঞ্জাবি ও কালো প্যান্ট, সঙ্গে মেরুন জহর কোর্ট। বাবার মতোই দুই ছেলে- অর্থাৎ তৈমুর ও জেহও পরেছিল কালো পাঞ্জাবি ও সাদা চোস্ত। তবে কারিনার পোস্ট করা ছবির মধ্যে এই একটি ছবি ভাইরাল হয়ে গেছে, জেহ আর তৈমুরের কা- দেখে তাঁদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছে নেটিজেনরা। কেউ কেউ কমেন্টে লিখেছেন যে সুপারস্টার থেকে সাধারণ সব বাবা-মায়ের একই হাল।
জনপ্রিয় সংবাদ