নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বন্য প্রাণীদের নি¤œমানের খাবার সরবরাহ ও মাংসাশী প্রাণীর জন্য কেনা গরুর মাংস কর্মকর্তা-কর্মচারীরা খেয়ে ফেলাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মাহবুব আলমের নেতৃত্বাধীন একটি টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক। দুদকে আসা অভিযোগ থেকে জানা যায়, মিরপুর চিড়িয়াখানায় সম্প্রতি বেশ কয়েকটি বন্যপ্রাণীর মৃত্যুর ও অসুস্থ হওয়ার কারণ হিসেবে চিড়িয়াখানায় থাকা বন্য প্রাণীগুলোকে নি¤œমানের নোংরা ও বাসী খাবার সরবরাহ করার কথা উল্লেখ রয়েছে। অভিযোগে বলা হয়, মাংসাশী প্রাণীদের জন্য চিড়িয়াখানায় যে মাংস বরাদ্দ দেওয়া হয় সেখান থেকে শুধুমাত্র হাড় পর্দা ছাড়া কোনো মাংসই প্রাণীদের সরবরাহ করা হয় না। দোকান থেকে কেনা বা জবাই করা মাংস বেশিরভাগই চলে যায় চিড়িয়াখানার কর্মকর্তা কর্মচারীদের পেটে। এছাড়া পশুপাখি অসুস্থ হলেও চিকিৎসা না করার অভিযোগ রয়েছে কর্মকর্তাদের বিরুদ্ধে। দুদকের অভিযানে বন্য পশুদের নি¤œমানের খাদ্য সরবরাহ করার প্রমাণ পেয়েছে এনফোর্সমেন্ট টিম। এসব বিষয়ে শিগগিরই কমিশনে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
বাঘের জন্য কেনা মাংস খেয়ে ফেলেন চিড়িয়াখানার কর্মচারীরা!
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ