ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

রান্নার গ্যাস সাশ্রয়ের সহজ উপায়

  • আপডেট সময় : ১২:৪২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
  • ১০৯ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক : মাস ফুরানোর আগেই গ্যাসের সিলিন্ডার ফুরিয়ে যায়! রান্না করার সময় হঠাৎ চুলার জ্বাল বন্ধ হয়ে গেলে দারুন বিপাকে পড়তে হয়। নতুন গ্যাসের সিলিন্ডার আনতে আনতে আবার কতক্ষণ সময় লাগবে, তার ঠিক নেই!
তাই রান্নার সময় কয়েকটি বিষয় মাথায় রাখলে গ্যাসের সাশ্রয় হবে। ফলে সময়ের আগেই গ্যাস ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। জেনে নিন করণীয়-
রান্না শেষ হওয়ার কিছুক্ষণ আগে গ্যাস নিভিয়ে দিন : রান্না চলাকালীন খাবার এতোটাই গরম থাকে যে, গ্যাস নিভিয়ে দেওয়ার পরেও সেই তাপ নামতে একটু সময় লাগে। ওই তাপেই আপনি বাকি রান্না সেরে নিতে পারেন। শেষ সময় পর্যন্ত গ্যাস চালিয়ে রাখার প্রয়োজন নেই। এতে গ্যাস বাঁচবে।
সব উপকরণ হাতের কাছে নিয়ে রান্না করুন : অনেকেই রান্নার ফাঁকে ফাঁকে চুলা জ্বালিয়ে কখনো সবজি কাটেন আবার পেঁয়াজ-মরিচ কুচি করেন। এতে গ্যাস যে বেশি খরচ হয়। যা অনেকেই খেয়াল রাখেন না। তাই সব উপকরণ হাতের কাছে নিয়ে তারপর রান্না করুন। সময়ও কম লাগবে আবার গ্যাসও বাঁচবে।
কম আঁচে রান্না করুন : হালকা আঁচে রান্না করলে গ্যাস কম খরচ হয়। বিশেষজ্ঞদের মতে, এতে নাকি ১৫ শতাংশ পর্যন্ত গ্যাস বাঁচে। আর কম আঁচে রান্না করলে খাবারের স্বাদও ভালো হয়।
পানি ফুটিয়ে রাখুন : রান্না শুরুর আগে প্রয়োজনমতো পানি ফুটিয়ে নিন। তা একটি ফ্লাস্কে ভরে রাখবেন। ডাল, ঝোল কিংবা তরকারিতে পানি দেওয়ার সময় ওই পানি ব্যবহার করুন। রান্নায় গরম পানি ব্যবহারের ফলে খাবারও দ্রুত সেদ্ধ হবে আর গ্যাসও কম ফুরাবে।
চুলার বার্নার পরিষ্কার করুন : নিয়মিত চুলার বার্নার পরিষ্কার রাখুন। এটি যত নোংরা থাকবে; গ্যাস তত বেশি খরচ হবে। তাই ১৫ দিন অন্তর বার্নার ভালো করে পরিষ্কার করে নিন।
চুলা জ্বালিয়ে কাপড় শুকাবেন না : বিশেষ করে বর্ষা ও শীতকালে অনেকেই কাপড় শুকাতে চুলা জ্বালিয়ে রাখেন। এতে গ্যাস যেমন বেশি ফুরাবে; তেমনই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। প্রয়োজনে রান্নার সময় এই কাজটি করে নিতে পারেন। তাহলে একসময় দুই কাজই হয়ে যাবে।
বেশিক্ষণ পানি ফোটাবেন না : অনেকেই ঘণ্টাখানেক সময় নিয়ে চুলার পানি গরম করে বিশুদ্ধ করে থাকেন। তবে বিশেসজ্ঞদের মতে, উচ্চতাপে মাত্র ১০-২০ মিনিট পানি ফোটালেই তা বিশুদ্ধ হয়ে যাবে। পানির সর্বোচ্চ বিশুদ্ধতা নিশ্চিত করার জন্য ফুটানোর পরে ফিল্টার ব্যবহার করতে হবে। তাই এর পর থেকে চুলায় পানি ফোটানোর ক্ষেত্রে সময়ের দিকে খেয়াল রাখবেন। তাহলে সময় ও গ্যাস খরচ দু’টোই বাঁচবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রান্নার গ্যাস সাশ্রয়ের সহজ উপায়

আপডেট সময় : ১২:৪২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১

লাইফস্টাইল ডেস্ক : মাস ফুরানোর আগেই গ্যাসের সিলিন্ডার ফুরিয়ে যায়! রান্না করার সময় হঠাৎ চুলার জ্বাল বন্ধ হয়ে গেলে দারুন বিপাকে পড়তে হয়। নতুন গ্যাসের সিলিন্ডার আনতে আনতে আবার কতক্ষণ সময় লাগবে, তার ঠিক নেই!
তাই রান্নার সময় কয়েকটি বিষয় মাথায় রাখলে গ্যাসের সাশ্রয় হবে। ফলে সময়ের আগেই গ্যাস ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। জেনে নিন করণীয়-
রান্না শেষ হওয়ার কিছুক্ষণ আগে গ্যাস নিভিয়ে দিন : রান্না চলাকালীন খাবার এতোটাই গরম থাকে যে, গ্যাস নিভিয়ে দেওয়ার পরেও সেই তাপ নামতে একটু সময় লাগে। ওই তাপেই আপনি বাকি রান্না সেরে নিতে পারেন। শেষ সময় পর্যন্ত গ্যাস চালিয়ে রাখার প্রয়োজন নেই। এতে গ্যাস বাঁচবে।
সব উপকরণ হাতের কাছে নিয়ে রান্না করুন : অনেকেই রান্নার ফাঁকে ফাঁকে চুলা জ্বালিয়ে কখনো সবজি কাটেন আবার পেঁয়াজ-মরিচ কুচি করেন। এতে গ্যাস যে বেশি খরচ হয়। যা অনেকেই খেয়াল রাখেন না। তাই সব উপকরণ হাতের কাছে নিয়ে তারপর রান্না করুন। সময়ও কম লাগবে আবার গ্যাসও বাঁচবে।
কম আঁচে রান্না করুন : হালকা আঁচে রান্না করলে গ্যাস কম খরচ হয়। বিশেষজ্ঞদের মতে, এতে নাকি ১৫ শতাংশ পর্যন্ত গ্যাস বাঁচে। আর কম আঁচে রান্না করলে খাবারের স্বাদও ভালো হয়।
পানি ফুটিয়ে রাখুন : রান্না শুরুর আগে প্রয়োজনমতো পানি ফুটিয়ে নিন। তা একটি ফ্লাস্কে ভরে রাখবেন। ডাল, ঝোল কিংবা তরকারিতে পানি দেওয়ার সময় ওই পানি ব্যবহার করুন। রান্নায় গরম পানি ব্যবহারের ফলে খাবারও দ্রুত সেদ্ধ হবে আর গ্যাসও কম ফুরাবে।
চুলার বার্নার পরিষ্কার করুন : নিয়মিত চুলার বার্নার পরিষ্কার রাখুন। এটি যত নোংরা থাকবে; গ্যাস তত বেশি খরচ হবে। তাই ১৫ দিন অন্তর বার্নার ভালো করে পরিষ্কার করে নিন।
চুলা জ্বালিয়ে কাপড় শুকাবেন না : বিশেষ করে বর্ষা ও শীতকালে অনেকেই কাপড় শুকাতে চুলা জ্বালিয়ে রাখেন। এতে গ্যাস যেমন বেশি ফুরাবে; তেমনই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। প্রয়োজনে রান্নার সময় এই কাজটি করে নিতে পারেন। তাহলে একসময় দুই কাজই হয়ে যাবে।
বেশিক্ষণ পানি ফোটাবেন না : অনেকেই ঘণ্টাখানেক সময় নিয়ে চুলার পানি গরম করে বিশুদ্ধ করে থাকেন। তবে বিশেসজ্ঞদের মতে, উচ্চতাপে মাত্র ১০-২০ মিনিট পানি ফোটালেই তা বিশুদ্ধ হয়ে যাবে। পানির সর্বোচ্চ বিশুদ্ধতা নিশ্চিত করার জন্য ফুটানোর পরে ফিল্টার ব্যবহার করতে হবে। তাই এর পর থেকে চুলায় পানি ফোটানোর ক্ষেত্রে সময়ের দিকে খেয়াল রাখবেন। তাহলে সময় ও গ্যাস খরচ দু’টোই বাঁচবে।