ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

কবীর সুমনের সঙ্গে আসিফের ‘ডুয়েট’

  • আপডেট সময় : ১১:৩৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বাংলাদেশের সঙ্গীতশিল্পী আসিফ আকবরের জন্য আগেও গান লিখেছেন কবীর সুমন। তবে এবারই প্রথম একসঙ্গে গাইলেন। রোববার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরে বাংলাঢোল এর স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। সেখানে অংশ নেন কবীর সুমন ও আসিফ আকবর। সুমনের লেখা গানটির কথাগুলো এরকম- “আসিফ এখন একান্নোয়/কবীর চলছে তিয়াত্তর/চলতে চলতে রাত ফুরোয়/রাত পেরোলেই আসবে ভোর…”। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। পিপহোলের আমন্ত্রণে ১৩ বছর পর গান করতে ঢাকায় এসেছেন কবীর সুমন। গত ১৫, ১৮ ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান ও বাংলা খেয়াল শুনিয়ে দর্শকদের মুগ্ধ করেন ওপার বাংলার এই সঙ্গীত শিল্পী। দর্শকের চাপ সামলাতে আয়োজকদের রীতিমতো হিমশিম খেতে হয়। সেই উন্মাদনা শেষ হতে না হতেই এবার জানা গেলো সুমনের নতুন খবর।
আসিফ আকবর রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর আগে কবীর সুমনের লেখা ১০টি গান গেয়েছি। যার ৭টি গানের সঙ্গীতায়োজন করেছেন উজ্জল সিনহা। কবীর সুমন তাকে খুবই পছন্দ করেন। এবারই প্রথম সুমনের সাথে ডুয়েট গানে কণ্ঠ দিয়েছি। এটা অন্যরকম ভালো লাগার। এবারও গানটির সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।” গানটি কবে প্রকাশ হবে- জানতে চাইলে আসিফ বলেন, “কেবল তো রেকর্ডিং হলো। শিগগিরই বাংলাঢোল থেকে গানটি প্রকাশ করা হবে। তখন সবাইকে জানানো হবে।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কবীর সুমনের সঙ্গে আসিফের ‘ডুয়েট’

আপডেট সময় : ১১:৩৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২

বিনোদন ডেস্ক : বাংলাদেশের সঙ্গীতশিল্পী আসিফ আকবরের জন্য আগেও গান লিখেছেন কবীর সুমন। তবে এবারই প্রথম একসঙ্গে গাইলেন। রোববার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরে বাংলাঢোল এর স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। সেখানে অংশ নেন কবীর সুমন ও আসিফ আকবর। সুমনের লেখা গানটির কথাগুলো এরকম- “আসিফ এখন একান্নোয়/কবীর চলছে তিয়াত্তর/চলতে চলতে রাত ফুরোয়/রাত পেরোলেই আসবে ভোর…”। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। পিপহোলের আমন্ত্রণে ১৩ বছর পর গান করতে ঢাকায় এসেছেন কবীর সুমন। গত ১৫, ১৮ ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান ও বাংলা খেয়াল শুনিয়ে দর্শকদের মুগ্ধ করেন ওপার বাংলার এই সঙ্গীত শিল্পী। দর্শকের চাপ সামলাতে আয়োজকদের রীতিমতো হিমশিম খেতে হয়। সেই উন্মাদনা শেষ হতে না হতেই এবার জানা গেলো সুমনের নতুন খবর।
আসিফ আকবর রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর আগে কবীর সুমনের লেখা ১০টি গান গেয়েছি। যার ৭টি গানের সঙ্গীতায়োজন করেছেন উজ্জল সিনহা। কবীর সুমন তাকে খুবই পছন্দ করেন। এবারই প্রথম সুমনের সাথে ডুয়েট গানে কণ্ঠ দিয়েছি। এটা অন্যরকম ভালো লাগার। এবারও গানটির সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।” গানটি কবে প্রকাশ হবে- জানতে চাইলে আসিফ বলেন, “কেবল তো রেকর্ডিং হলো। শিগগিরই বাংলাঢোল থেকে গানটি প্রকাশ করা হবে। তখন সবাইকে জানানো হবে।”