ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

দুর্বার আর্সেনালের লাগাম টানল সাউথ্যাম্পটন

  • আপডেট সময় : ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধে দাপট দেখাল আর্সেনাল। একের পর আক্রমণ সামলাতে তটস্থ থাকা সাউথ্যাম্পটন ঘুরে দাঁড়াল বিরতির পর। প্রত্যাশিত জয় হাতছাড়া করার হতাশায় মাঠ ছাড়ল মিকেল আর্তেতার দল। প্রতিপক্ষের মাঠে রোববার প্রিমিয়ার লিগে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের প্রথম ড্র। জয় না পেলেও টানা ৯ ম্যাচ ধরে অপরাজিত থাকল আর্সেনাল। ১১ রাউন্ড শেষে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট আর্তেতার দলের। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটির। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠে এসেছে সাউথ্যাম্পটন। কিক অফের পর থেকেই প্রতিপক্ষকে চেপে ধরা আর্সেনাল ফল পেয়ে যায় দ্রুত। ১১তম মিনিটে বেন হোয়াইটের পাস ফাঁকায় পেয়ে দলকে এগিয়ে নেন গ্রানিত জাকা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি জাকার চতুর্থ গোল। প্রথমার্ধের বাকি সময়ে লিড বাড়ানোর কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি জাকা-জেসুসরা। ৬৫তম মিনিটে প্রতি-আক্রমণে আর্সেনালকে স্তব্ধ করে সমর্থকদের উল্লাসে ভাসান স্কটল্যান্ডের মিডফিল্ডার স্টুয়ার্ট আর্মস্ট্রন। আর্সেনালের পরবর্তী ম্যাচ ইউরোপা লিগে আগামী বৃহস্পতিবার, ডাচ ক্লাব পিএসভির বিপক্ষে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্বার আর্সেনালের লাগাম টানল সাউথ্যাম্পটন

আপডেট সময় : ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্ক : শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধে দাপট দেখাল আর্সেনাল। একের পর আক্রমণ সামলাতে তটস্থ থাকা সাউথ্যাম্পটন ঘুরে দাঁড়াল বিরতির পর। প্রত্যাশিত জয় হাতছাড়া করার হতাশায় মাঠ ছাড়ল মিকেল আর্তেতার দল। প্রতিপক্ষের মাঠে রোববার প্রিমিয়ার লিগে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের প্রথম ড্র। জয় না পেলেও টানা ৯ ম্যাচ ধরে অপরাজিত থাকল আর্সেনাল। ১১ রাউন্ড শেষে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট আর্তেতার দলের। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটির। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠে এসেছে সাউথ্যাম্পটন। কিক অফের পর থেকেই প্রতিপক্ষকে চেপে ধরা আর্সেনাল ফল পেয়ে যায় দ্রুত। ১১তম মিনিটে বেন হোয়াইটের পাস ফাঁকায় পেয়ে দলকে এগিয়ে নেন গ্রানিত জাকা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি জাকার চতুর্থ গোল। প্রথমার্ধের বাকি সময়ে লিড বাড়ানোর কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি জাকা-জেসুসরা। ৬৫তম মিনিটে প্রতি-আক্রমণে আর্সেনালকে স্তব্ধ করে সমর্থকদের উল্লাসে ভাসান স্কটল্যান্ডের মিডফিল্ডার স্টুয়ার্ট আর্মস্ট্রন। আর্সেনালের পরবর্তী ম্যাচ ইউরোপা লিগে আগামী বৃহস্পতিবার, ডাচ ক্লাব পিএসভির বিপক্ষে।