ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

৭৫ হাজার চাকরির কর্মসূচির উদ্বোধন করলেন মোদি

  • আপডেট সময় : ০১:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : সারা দেশে কেন্দ্রীয় সরকারের ৭৫ হাজার শূন্য পদে নিয়োগপত্র দেওয়ার এক কর্মসূচির উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্মসূচির নাম ‘রোজগার মেলা’।
গত শনিবার এ উপলক্ষে স্বাধীনতার ৭৫তম বর্ষে ৭৫ হাজার পদে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার উদ্যোগ প্রসঙ্গে মোদি বলেন, এভাবে রোজগার মেলার মাধ্যমে আগামী দিনগুলোয় ১০ লাখ মানুষকে চাকরি দেওয়া হবে। ভিডিও কনফারেন্সিং মারফত রোজগার মেলার উদ্বোধন করে মোদি বলেন, আট বছর ধরে এই সরকার সংস্কারপর্ব চালিয়ে যাচ্ছে বলে ভারতের অর্থনীতি আজ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি।
প্রধানমন্ত্রী মোদির এই ‘সাফল্যকে’ আক্রমণ করতে শনিবার কংগ্রেস অবশ্য রোজগার মেলাকেই হাতিয়ার করেছে। শুধু তা-ই নয়, সরকারের এই সিদ্ধান্তকে তারা ভারত জোড়ো যাত্রার প্রথম সাফল্য হিসেবেও দাবি জানিয়েছে। দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা এক ভিডিও বার্তা টুইট করে বলেন, ‘ভারত জোড়ো যাত্রার প্রথম সাফল্য এই রোজগার মেলা। দিনের পর দিন ধরে রাহুল গান্ধী বলে আসছেন, বেকারত্ব বা বেরোজগারিই দেশের সবচেয়ে বড় সমস্যা। এত দিন সরকার কর্ণপাত করেনি। আজ করতে বাধ্য হলো। রোজগার মেলার আয়োজনও সেই কারণে। এটাই ভারত জোড়ো যাত্রার প্রথম সাফল্য।’
এই ৭৫ হাজার নিয়োগপত্রকে সুরজেওয়ালা অবশ্য ক্ষুধার্ত ‘উটের মুখে জিরা’ ফেলার সঙ্গে তুলনা করেছেন। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে ভিডিও বিবৃতিতে তিনি বলেন, ‘আপনি তো বছরে দুই কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই হিসাবে ৮ বছরে ১৬ কোটি নিয়োগপত্র দেওয়ার কথা। কবে, কখন, কোন ১৬ কোটি বেকারের হাতে সেই নিয়োগপত্র তুলে দেওয়া হবে, অনুগ্রহ করে তা জানান।’
সুরজেওয়ালা আরও বলেন, ভারত সরকারের ৩০ লাখ পদ খালি রয়েছে। ৭৫ হাজার নিয়োগপত্র তুলে দেওয়ার ‘ইভেন্টবাজিতে’ কাজ হবে না। দেশের নওজোয়ান চাকরি চায়। কবে তা তারা পাবে, জানান। সাড়ে তিন হাজার কিলোমিটার ভারত জোড়ো যাত্রার প্রতিদিন রাহুল গান্ধী এই প্রশ্ন করে যাবেন। কেন্দ্রীয় সরকারের খালি পদে চাকরি দেওয়ার এ ধরনের উদ্যোগ বিজেপিশাসিত রাজ্যগুলোতেও নেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, কোভিড পরিস্থিতি ও পরবর্তী পর্বে নানা আন্তর্জাতিক সমস্যা পৃথিবীর অর্থনীতিকে ঘায়েল করেছে। সেই আঘাত থেকে দেশের যুবসমাজকে রক্ষা করতেই এই রোজগার মেলার সিদ্ধান্ত। তিনি বলেন, দেশ ১০০ বছর ধরে মহামারির মধ্য দিয়ে চলছে। ১০০ দিনে তার নিরাময় সম্ভব নয়। কেন্দ্রীয় সরকারের ৩৮টি মন্ত্রণালয় ও সংস্থায় এই ৭৫ হাজার কর্মী নিযুক্ত হচ্ছেন। নিয়োগপত্র দেওয়া হয় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সাব–ইন্সপেক্টর, কনস্টেবল, স্টেনোগ্রাফার, আয়কর ইন্সপেক্টরসহ বিভিন্ন পদে। মোদি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সহায়তার জন্য সরকার তিন লাখ কোটি রুপি খরচ করেছে। তাতে অন্তত দেড় কোটি মানুষ উপকৃত হয়েছেন। চলতি বছরের জুন মাসে জানানো হয়েছিল, ২০২৪ সালের নির্বাচনের আগে ১০ লাখ বেকারকে চাকরি দেওয়া হবে। রোজগার মেলার আয়োজন সেই প্রতিশ্রুতি পূরণেরই লক্ষ্যে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৭৫ হাজার চাকরির কর্মসূচির উদ্বোধন করলেন মোদি

আপডেট সময় : ০১:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২

প্রত্যাশা ডেস্ক : সারা দেশে কেন্দ্রীয় সরকারের ৭৫ হাজার শূন্য পদে নিয়োগপত্র দেওয়ার এক কর্মসূচির উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্মসূচির নাম ‘রোজগার মেলা’।
গত শনিবার এ উপলক্ষে স্বাধীনতার ৭৫তম বর্ষে ৭৫ হাজার পদে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার উদ্যোগ প্রসঙ্গে মোদি বলেন, এভাবে রোজগার মেলার মাধ্যমে আগামী দিনগুলোয় ১০ লাখ মানুষকে চাকরি দেওয়া হবে। ভিডিও কনফারেন্সিং মারফত রোজগার মেলার উদ্বোধন করে মোদি বলেন, আট বছর ধরে এই সরকার সংস্কারপর্ব চালিয়ে যাচ্ছে বলে ভারতের অর্থনীতি আজ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি।
প্রধানমন্ত্রী মোদির এই ‘সাফল্যকে’ আক্রমণ করতে শনিবার কংগ্রেস অবশ্য রোজগার মেলাকেই হাতিয়ার করেছে। শুধু তা-ই নয়, সরকারের এই সিদ্ধান্তকে তারা ভারত জোড়ো যাত্রার প্রথম সাফল্য হিসেবেও দাবি জানিয়েছে। দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা এক ভিডিও বার্তা টুইট করে বলেন, ‘ভারত জোড়ো যাত্রার প্রথম সাফল্য এই রোজগার মেলা। দিনের পর দিন ধরে রাহুল গান্ধী বলে আসছেন, বেকারত্ব বা বেরোজগারিই দেশের সবচেয়ে বড় সমস্যা। এত দিন সরকার কর্ণপাত করেনি। আজ করতে বাধ্য হলো। রোজগার মেলার আয়োজনও সেই কারণে। এটাই ভারত জোড়ো যাত্রার প্রথম সাফল্য।’
এই ৭৫ হাজার নিয়োগপত্রকে সুরজেওয়ালা অবশ্য ক্ষুধার্ত ‘উটের মুখে জিরা’ ফেলার সঙ্গে তুলনা করেছেন। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে ভিডিও বিবৃতিতে তিনি বলেন, ‘আপনি তো বছরে দুই কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই হিসাবে ৮ বছরে ১৬ কোটি নিয়োগপত্র দেওয়ার কথা। কবে, কখন, কোন ১৬ কোটি বেকারের হাতে সেই নিয়োগপত্র তুলে দেওয়া হবে, অনুগ্রহ করে তা জানান।’
সুরজেওয়ালা আরও বলেন, ভারত সরকারের ৩০ লাখ পদ খালি রয়েছে। ৭৫ হাজার নিয়োগপত্র তুলে দেওয়ার ‘ইভেন্টবাজিতে’ কাজ হবে না। দেশের নওজোয়ান চাকরি চায়। কবে তা তারা পাবে, জানান। সাড়ে তিন হাজার কিলোমিটার ভারত জোড়ো যাত্রার প্রতিদিন রাহুল গান্ধী এই প্রশ্ন করে যাবেন। কেন্দ্রীয় সরকারের খালি পদে চাকরি দেওয়ার এ ধরনের উদ্যোগ বিজেপিশাসিত রাজ্যগুলোতেও নেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, কোভিড পরিস্থিতি ও পরবর্তী পর্বে নানা আন্তর্জাতিক সমস্যা পৃথিবীর অর্থনীতিকে ঘায়েল করেছে। সেই আঘাত থেকে দেশের যুবসমাজকে রক্ষা করতেই এই রোজগার মেলার সিদ্ধান্ত। তিনি বলেন, দেশ ১০০ বছর ধরে মহামারির মধ্য দিয়ে চলছে। ১০০ দিনে তার নিরাময় সম্ভব নয়। কেন্দ্রীয় সরকারের ৩৮টি মন্ত্রণালয় ও সংস্থায় এই ৭৫ হাজার কর্মী নিযুক্ত হচ্ছেন। নিয়োগপত্র দেওয়া হয় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সাব–ইন্সপেক্টর, কনস্টেবল, স্টেনোগ্রাফার, আয়কর ইন্সপেক্টরসহ বিভিন্ন পদে। মোদি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সহায়তার জন্য সরকার তিন লাখ কোটি রুপি খরচ করেছে। তাতে অন্তত দেড় কোটি মানুষ উপকৃত হয়েছেন। চলতি বছরের জুন মাসে জানানো হয়েছিল, ২০২৪ সালের নির্বাচনের আগে ১০ লাখ বেকারকে চাকরি দেওয়া হবে। রোজগার মেলার আয়োজন সেই প্রতিশ্রুতি পূরণেরই লক্ষ্যে।