ক্রীড়া ডেস্ক : খুলনা বিভাগের বিপক্ষে তৃতীয় দিন শেষেই চালকের আসনে বসেছিল বরিশাল। গতকাল বৃহস্পতিবার ৭১ রানের জয় তুলে নিয়েছে দলটি। কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে দ্বিতীয় টায়ারের ম্যাচে বুধবার দিন শেষে ইমরুল কায়েসের খুলনার বিপক্ষে ২৩০ রানে বড় ব্যবধানে এগিয়ে ছিল ফজলে মাহমুদের বরিশাল। প্রথম তিন ইনিংসে রান না পেলেও বুধবার অনবদ্য হাফসেঞ্চুরি উপহার দেন মোহাম্মদ আশরাফুল। তার ব্যাট থেকে আসে ৫৫ রানের হার না মানা ইনিংস।
কিন্তু আজ শেষ দিন আশরাফুল আর কিছুই করতে পারেননি। ৫৫ রানেই জিয়ার বলে লেগবিফোর উইকেটের ফাঁদে জড়ান। আর সোহাগ গাজীর ব্যাট থেকে আসে ৬৯ বলে ৭৩। ২১২ রানে শেষ হয় বরিশালের দ্বিতীয় ইনিংস। খুলনার সফল বোলার ছিলেন স্পিনার টিপু সুলতান। এর আগে মিডল অর্ডার নাহিদুল ইসলাম অনবদ্য শতরান উপহার দিলেও খুলনার প্রথম ইনিংস শেষ হয় ২১৩ রানে। ফলে জিততে খুলনার দরকার পরে ২৪৮ রানের। ওই লক্ষ্য তাড়া করে মাত্র ১৭৬ রানে অলআউট হয়ে যায় ইমরুল কায়েসের খুলনা। অধিনায়ক ইমরুলই সর্বোচ্চ ৪৬ রান করেন। আর এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ৩৩। বরিশালের বাঁহাতি স্পিনার তানভির ইসলাম ৪ উইকেট দখল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে ম্যাচসেরা হন সোহাগ গাজী।
বরিশাল প্রথম ইনিংস: ১১০ ওভারে ২৪৮/১০ ও দ্বিতীয় ইনিংসে: ৮১.৫ ওভারে ২১২/১০ (রাফসান ১৭, মোহাম্মদ আশরাফুল ৫৫, ফজলে মাহমুদ ১৫, সালমান ০, মইন খান ২৮, সোহাগ গাজী ৭৩; টিপু সুলতান ৫/৩৭, জিয়া ২/১৮, মৃত্যুঞ্জয় ১/৩০, হালিম ১/২০)
খুলনা প্রথম ইনিংস: ৮২.১ ওভারে ২১৩/১০ ও দ্বিতীয় ইনিংসে: ৫২.৩ ওভারে ১৭৬/১০ (এনামুল হক বিজয় ৩৩, প্রান্তিক নওরোজ ৬, ইমরুল কায়েস ৪৬, নাহিদুল ইসলাম ১৯, মিঠুন ০, শেখ মেহেদি হাসান ২৪, জিয়া ০, মৃত্যুঞ্জয় ৪; তানভির ইসলাম ৪/৭৮, মইন খান ৩/১৩, কামরুল ইসলাম রাব্বি ১/২৯ , সোহাগ গাজী ১/২৬, মনির ১/১)
ফল: বরিশাল ৭১ রানে জয়ী।
ম্যাচসেরা: সোহাগ গাজী (বরিশাল)।
জাতীয় লিগে খুলনাকে হারালো বরিশাল
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ