ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

মীমের হতাশাগ্রস্ত জীবনের গল্প

  • আপডেট সময় : ১২:২০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : হতাশায় থেকে আত্মহত্যার পথ বেছে নেয়ার ঘটনা শোনা যায়। এই বিষয়বস্তু নিয়ে আসাদ সরকার আত্মহত্যা-বিরোধী সিনেমা নির্মাণ করেন। ‘জীবন পাখি’ নামের এই সিনেমাটি আজ শুক্রবার সারা দেশের ৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে থিয়েটারকর্মী আজিজুন মীমের। প্রথম চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে মীম বলেন, থিয়েটার দিয়ে আমার অভিনয়ের হাতেখড়ি। প্রথম থেকেই ইচ্ছে ছিল ভিন্ন ঘরানার গল্পে কাজ করার। ‘জীবন পাখি’র গল্প শুনে মনে হয়েছিল এতে বেশ ভিন্নতা আছে। দেশের প্রথম আত্মহত্যা-বিরোধী চলচ্চিত্রের অংশ হতে পারা অবশ্যই গর্বের ও আনন্দের ব্যাপার। মীম আরও বলেন, সিনেমাটিতে মায়া চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে সাধ্যমতো চেষ্টা করেছি। সিনেমাটি মাধ্যমে দর্শকদের আত্মহত্যার বিপক্ষে দাঁড়ানোর আহবান জানানো হবে। আমার মনে হয় সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এটি বড় ভূমিকা রাখবে।
প্রথম চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে ভয় পাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভয় কিছুটা লাগছে! মনে হচ্ছে পরীক্ষা দিয়েছে আগামীকাল এর ফল পাবো। নির্মাতা আসাদ সরকার জানান, হতাশাগ্রস্ত তরুণ-তরুণীদের জীবনমুখী করার বাসনা নিয়েই সিনেমাটির কাহিনি রচনা করা হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মোহনা মীম, সুজন হাবীব, ফাতেমা তুজ জোহরা, আব্দুল আজিজ, আবু হেনা রনিসহ অনেকে। সিনেমাটি দেশের ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), মধুমিতা সিনেপ্লেক্স (বগুড়া), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), রূপকথা (শেরপুর)।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীমের হতাশাগ্রস্ত জীবনের গল্প

আপডেট সময় : ১২:২০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

বিনোদন ডেস্ক : হতাশায় থেকে আত্মহত্যার পথ বেছে নেয়ার ঘটনা শোনা যায়। এই বিষয়বস্তু নিয়ে আসাদ সরকার আত্মহত্যা-বিরোধী সিনেমা নির্মাণ করেন। ‘জীবন পাখি’ নামের এই সিনেমাটি আজ শুক্রবার সারা দেশের ৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে থিয়েটারকর্মী আজিজুন মীমের। প্রথম চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে মীম বলেন, থিয়েটার দিয়ে আমার অভিনয়ের হাতেখড়ি। প্রথম থেকেই ইচ্ছে ছিল ভিন্ন ঘরানার গল্পে কাজ করার। ‘জীবন পাখি’র গল্প শুনে মনে হয়েছিল এতে বেশ ভিন্নতা আছে। দেশের প্রথম আত্মহত্যা-বিরোধী চলচ্চিত্রের অংশ হতে পারা অবশ্যই গর্বের ও আনন্দের ব্যাপার। মীম আরও বলেন, সিনেমাটিতে মায়া চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে সাধ্যমতো চেষ্টা করেছি। সিনেমাটি মাধ্যমে দর্শকদের আত্মহত্যার বিপক্ষে দাঁড়ানোর আহবান জানানো হবে। আমার মনে হয় সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এটি বড় ভূমিকা রাখবে।
প্রথম চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে ভয় পাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভয় কিছুটা লাগছে! মনে হচ্ছে পরীক্ষা দিয়েছে আগামীকাল এর ফল পাবো। নির্মাতা আসাদ সরকার জানান, হতাশাগ্রস্ত তরুণ-তরুণীদের জীবনমুখী করার বাসনা নিয়েই সিনেমাটির কাহিনি রচনা করা হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মোহনা মীম, সুজন হাবীব, ফাতেমা তুজ জোহরা, আব্দুল আজিজ, আবু হেনা রনিসহ অনেকে। সিনেমাটি দেশের ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), মধুমিতা সিনেপ্লেক্স (বগুড়া), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), রূপকথা (শেরপুর)।