ক্রীড়া ডেস্ক : গলফ খেলতে গিয়ে গত সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যান ইংল্যান্ডের জনি বেয়ারেস্টো। এবার গলফ খেলতে গিয়ে ছিটকে গেলেন আরও এক ক্রিকেটার। বুধবার গলফ খেলতে গিয়ে হাতে চোট পান তিনি। বুধবার অনুশীলন না থাকায় সিডনিতে কয়েকজন সতীর্থকে নিয়ে গলফ খেলতে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিস। একটি শট মারতে গিয়ে হাতে চোট পেয়েছেন তিনি। তার হাতের কিছুটা অংশ কেটে গেছে। ২২ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের শুরুর দিনেই অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তার আগেই অস্ট্রেলিয়া ঘোষণা করে দিলো চোটের কারণে বিশ্বকাপই খেলতে পারবেন না ইংলিস। তার পরিবর্তে দলে ডেকে নেয়া হলো সাতটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা সম্পন্ন ক্যামেরন গ্রিনকে। আইসিসির ইভেন্ট ট্যাকনিক্যাল কমিটি অনুমোদন দিয়েছে এই পরিবর্তনে। ইংলিশ ছিলেন অস্ট্রেলিয়া দলে দ্বিতীয় উইকেটরক্ষক। আহত হয়ে তার ছিটকে পড়ার মধ্য দিয়ে দলে শুধুমাত্র ম্যাথ্যু ওয়েডই একমাত্র উইকেটরক্ষক হিসেবে থাকলেন দলে। যদি কোনো কারণে ওয়েড খেলতে না পারেন, তাহলে উইকেরক্ষকের ভূমিকা পালন করার মত আর কেউ রইলো না অস্ট্রেলিয়া দলে। যদি তেমনটা ঘটেই তাহলে গ্লাভস পরে নিতে হবে ডেভিড ওয়ার্নারকেই। যিনি, ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্টে উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়িয়েছিলেন। এমনকি অধিনায়ক অ্যারোন ফিঞ্চও এই দায়িত্ব পালন করতে পারেন। বিগব্যাশ লিগে গ্লাভস হাতে উইকেটের পেছনে তাকে দেখা গেছে কয়েক ম্যাচে।
গলফ খেলতে গিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ইংলিস, পরিবর্তে গ্রিন
জনপ্রিয় সংবাদ