ঢাকা ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

সংযুক্ত ইউক্রেন অঞ্চল পারমাণবিক সুরক্ষার অধীন: ক্রেমলিন

  • আপডেট সময় : ০২:৩১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ইউক্রেন থেকে দখল করা চারটি অঞ্চল পারমাণবিক অস্ত্রাগারের সুরক্ষার অধীনে রয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ক্রেমলিন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তীব্র উত্তেজনাকর এক মুহুর্তে এ ধরনের বিবৃতি দিয়েছে ক্রেমলিন। এমন সময় ক্রেমলিন বিবৃতি দিয়েছে যখন ন্যাটো এবং রাশিয়া উভয়ই তাদের পারমাণবিক অস্ত্র বাহিনীর প্রস্তুতি পরীক্ষা করার জন্য শীঘ্রই সামরিক অনুশীলন করবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অঞ্চলগুলি মস্কোর পারমাণবিক ছাতার অধীনে ছিল কিনা এই প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘এই সমস্ত অঞ্চল রাশিয়ান ফেডারেশনের অবিচ্ছেদ্য অংশ এবং রাশিয়ার বাকি অংশের মতো সেগুলি সব সুরক্ষিত।’
প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গত মাসে বলেছিলেন, রাশিয়ার ‘আঞ্চলিক অখ-তা’ রক্ষার জন্য প্রয়োজনে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৬ অক্টোবর বলেছিলেন, তার হুমকি ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর যে কোনো সময়ের চেয়ে বিশ্বকে ‘আর্মগেডন’ এর কাছাকাছি নিয়ে এসেছে যখন অনেকে আশঙ্কা করেছিল একটি পারমাণবিক যুদ্ধ আসন্ন হতে পারে।
ইউক্রেনে রুশ আগ্রসনের প্রায় আট মাস চলছে। এর মধ্যে কিছু বিশ্লেষকের ধারণা, পুতিনের পরমাণু অস্ত্রের ব্যবহার করার সম্ভাবনা বেড়েছে কারণ তার সেনাবাহিনী বড় একটি সিরিজ পরাজয়ের সম্মুখীন হয়েছে। পুতিনের মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গত সপ্তাহে রাশিয়াকে কোণঠাসা করার বিরুদ্ধে পশ্চিমকে সতর্ক করে দিয়েছিলেন।
বিশ্লেষকরা বলেছেন, পারমাণবিক ঝুঁকিকে অতিরঞ্জিত করা হয়েছে। পুতিনের পক্ষে এই ধরনের সিদ্ধান্ত আত্মঘাতী হবে।
ন্যাটো এই সপ্তাহে পারমাণবিক প্রস্তুতির অনুশীলন পরিচালনা করছে। তাদের ধারণা রাশিয়া তার নিজস্ব পারমাণবিক মহড়া অচিরেই আয়োজন করবে। কিন্তু পেসকভ জানিয়েছেন, তার কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই।
তিনি বলেন, ‘অনুষ্ঠান পরিচালনার বিষয়ে জানানোর জন্য বিজ্ঞপ্তির একটি প্রতিষ্ঠিত ব্যবস্থা রয়েছে এবং এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চ্যানেলের মাধ্যমে করা হয়।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংযুক্ত ইউক্রেন অঞ্চল পারমাণবিক সুরক্ষার অধীন: ক্রেমলিন

আপডেট সময় : ০২:৩১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২

প্রত্যাশা ডেস্ক : ইউক্রেন থেকে দখল করা চারটি অঞ্চল পারমাণবিক অস্ত্রাগারের সুরক্ষার অধীনে রয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ক্রেমলিন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তীব্র উত্তেজনাকর এক মুহুর্তে এ ধরনের বিবৃতি দিয়েছে ক্রেমলিন। এমন সময় ক্রেমলিন বিবৃতি দিয়েছে যখন ন্যাটো এবং রাশিয়া উভয়ই তাদের পারমাণবিক অস্ত্র বাহিনীর প্রস্তুতি পরীক্ষা করার জন্য শীঘ্রই সামরিক অনুশীলন করবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অঞ্চলগুলি মস্কোর পারমাণবিক ছাতার অধীনে ছিল কিনা এই প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘এই সমস্ত অঞ্চল রাশিয়ান ফেডারেশনের অবিচ্ছেদ্য অংশ এবং রাশিয়ার বাকি অংশের মতো সেগুলি সব সুরক্ষিত।’
প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গত মাসে বলেছিলেন, রাশিয়ার ‘আঞ্চলিক অখ-তা’ রক্ষার জন্য প্রয়োজনে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৬ অক্টোবর বলেছিলেন, তার হুমকি ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর যে কোনো সময়ের চেয়ে বিশ্বকে ‘আর্মগেডন’ এর কাছাকাছি নিয়ে এসেছে যখন অনেকে আশঙ্কা করেছিল একটি পারমাণবিক যুদ্ধ আসন্ন হতে পারে।
ইউক্রেনে রুশ আগ্রসনের প্রায় আট মাস চলছে। এর মধ্যে কিছু বিশ্লেষকের ধারণা, পুতিনের পরমাণু অস্ত্রের ব্যবহার করার সম্ভাবনা বেড়েছে কারণ তার সেনাবাহিনী বড় একটি সিরিজ পরাজয়ের সম্মুখীন হয়েছে। পুতিনের মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গত সপ্তাহে রাশিয়াকে কোণঠাসা করার বিরুদ্ধে পশ্চিমকে সতর্ক করে দিয়েছিলেন।
বিশ্লেষকরা বলেছেন, পারমাণবিক ঝুঁকিকে অতিরঞ্জিত করা হয়েছে। পুতিনের পক্ষে এই ধরনের সিদ্ধান্ত আত্মঘাতী হবে।
ন্যাটো এই সপ্তাহে পারমাণবিক প্রস্তুতির অনুশীলন পরিচালনা করছে। তাদের ধারণা রাশিয়া তার নিজস্ব পারমাণবিক মহড়া অচিরেই আয়োজন করবে। কিন্তু পেসকভ জানিয়েছেন, তার কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই।
তিনি বলেন, ‘অনুষ্ঠান পরিচালনার বিষয়ে জানানোর জন্য বিজ্ঞপ্তির একটি প্রতিষ্ঠিত ব্যবস্থা রয়েছে এবং এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চ্যানেলের মাধ্যমে করা হয়।’